ধামরাই (ঢাকা) প্রতিনিধি

  ২৪ এপ্রিল, ২০১৯

ধামরাইয়ে ৫টি স্কুল ভবনের ভিত্তিপ্রস্তর

ঢাকার ধামরাইয়ে ১৪ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে পাঁচটি স্কুলের চারতলাবিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ধামরাই সরকারি হার্ডিঞ্জ স্কুল অ্যান্ড কলেজের ভবনসহ পাঁচভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন ঢাকা জেলা আ.লীগের সভাপতি মুক্তিযোদ্ধা বেনজির আহম্মেদ এমপি।

অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো আলহাজ জামাল উদ্দিন উচ্চবিদ্যালয়, খাগাইল আর্দশ পাইলট উচ্চবিদ্যালয়, কুশুরা আব্বাস আলী উচ্চবিদ্যালয়, কেষ্টি নওগাঁও উচ্চবিদ্যালয়।

এ সময় ইউএনও মো. আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর আ.লীগের সভাপতি ও মেয়র গোলাম কবির মোল্লা, উপজেলার চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close