যশোর প্রতিনিধি

  ২৩ এপ্রিল, ২০১৯

যশোর কারাগারে কয়েদির মৃত্যু

যশোর কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি আব্দুল মজিদ (৫০) মারা গেছেন। ২০১৭ সালের অক্টোবর মাস থেকে তিনি সাজাভোগ করছিলেন। গত রোববার সকালে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়া হলে মারা যান মজিদ। একটি হত্যা মামলায় তার যাবজ্জীবন দ- হয়। যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবু তালেব জানান, ২০১৭ সালে ১১ অক্টোবর একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজা হওয়ার পর আব্দুল মজিদকে যশোর কারাগারে পাঠানো হয়। তখন থেকেই তিনি এ কারাগারে ছিলেন। রোববার সকাল ১০টার দিকে হঠাৎ তিনি বুকে ব্যথা অনুভব করছিলেন। তাকে কারাগার থেকে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শফিউল্লাহ জানান, হাসপাতালে আনার আগেই মজিদ মারা যান। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরে জানা যাবে কি কারণে তার মৃত্যু হয়েছে। মজিদ সদরের কিসমত নওয়াপাড়া এলাকার মোজাম ড্রাইভারের ছেলে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close