পটুয়াখালী প্রতিনিধি

  ২৩ এপ্রিল, ২০১৯

ডাক্তারের অবহেলায় আনসার সদস্যের মৃত্যুর অভিযোগ

পটুয়াখালীতে ডাক্তারের দায়িত্বহীনতায় এক আনসার সদস্যের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এতে রোগীর বিক্ষুব্ধ স্বজনরা ডাক্তার এএফএম আতিকুর রহমানকে অবরুদ্ধ করে রাখলে পুলিশ তাকে উদ্ধার করে। মৃত আব্দুল ছাত্তার (৫২) পটুয়াখালী আনসার ব্যাটালিয়নে চালক পদে কর্মরত ছিলেন। গতকাল সোমবার দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট পটুয়াখালী জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।

মৃত ছাত্তারের ভাতিজা আল আমিনসহ এশাধিখ স্বজন অভিযোগ করেন, সোমবার সকালে আব্দুল ছাত্তার বুকে ব্যাথা অনুভব করলে তাকে সকাল সাড়ে ৮টার দিকে পটুয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হয়। জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে রোগীকে মেডিসিন বিভাগে পাঠান। এর কিছুক্ষন পরে তার বুকের ব্যথা বেশি অনুভব করলে দায়িত্বরত নার্স ডাক্তার আতিকুর রহমানের মুঠো ফোনে বার বার কল দেয়। কিন্তু ডাক্তার আতিক ফোন রিসিভ করেননি। এক পর্যায় আব্দুল ছাত্তার বেলা ১১টার দিকে মারা যান। অভিযুক্ত ডা. এএফএম আতিকুর রহমান বলেন, আমি দায়িত্বে ছিলাম না। আর রোগী ভর্তি হয়েছিল পৌনে ৯টার দিকে আর আমার মোবাইল ফোনে নার্স কল দিয়েছেন দুই ঘন্টা পর। পরে গিয়ে দেখলাম রোগী মৃত।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close