কিশোরগঞ্জ প্রতিনিধি

  ২১ এপ্রিল, ২০১৯

কিশোরগঞ্জ উপজেলা মিলনায়তন

সৈয়দ আশরাফের নামে নামকরণ করা হচ্ছে

সৈয়দ আশরাফুল ইসলামের মহাপ্রয়াণের পর প্রথমবারের মতো কোন স্থাপনার নামকরণ হতে চলেছে প্রায়াত এই নেতার নামে। নবনির্মিত কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের মিলনায়তনটির নামকরণ করা হচ্ছে সৈয়দ আশরাফুল ইসলামের নামে। ইউএনও মো. মাহদী হাসান এর উদ্যোগে নামকরন ছাড়াও সদর উপজেলা পরিষদ কমপেক্সে স্থাপন করা হচ্ছে ‘শহীদ সৈয়দ নজরুল ইসলাম মুক্তিযুদ্ধ বিষয়ক কর্ণার’।

গতকাল শনিবার বিকাল ৩টায় ‘শহীদ সৈয়দ নজরুল ইসলাম মুক্তিযুদ্ধ বিষয়ক কর্ণার’ এবং ‘সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি মিলনায়তন’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন শহীদ সৈয়দ নজরুল ইসলামের কন্যা ও প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।

ইউএনও মো. মাহদী হাসান জানান, প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের উদ্যোগে কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের নবনির্মিত কমপেক্সটি নির্মাণ করা হয়েছিল। কীর্তিমান এ নেতার নামে অন্তত কিছু একটা করার দায়বোধ থেকেই সদর উপজেলা পরিষদ মিলনায়তনের নাম ‘সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি মিলনায়তন’ করা হচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close