পটুয়াখালী প্রতিনিধি

  ২০ এপ্রিল, ২০১৯

পটুয়াখালীতে মন্দির কেন্দ্রিক শিক্ষকদের প্রশিক্ষণ সম্পন্ন

শিশুদের ঝরেপড়া রোধে এবং নিরক্ষতা দূরীকরণের লক্ষ্যে পটুয়াখালীতে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের আওতায় শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। পটুয়াখালী ও বরগুনা জেলার ১১৫টি কেন্দ্রের শিক্ষকদের দক্ষ ও পাঠদানে নতুন কৌশলরপ্তে উপযোগী করে তুলতে বুনিয়াদি এ প্রশিক্ষণ সম্পন্ন করা হয়।

গতকাল বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র (পিটিআই) প্রশিক্ষণে বরগুনা জেলার সহকারী প্রকল্প পরিচালক কৃষ্ণেন্দু মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানীত ট্রাস্ট অধ্যক্ষ বিপুল বিহারী। এতে জেলার ৭০টি কেন্দ্রের ও বরগুনার ৪৫টি কেন্দ্রের শিক্ষিকা-শিক্ষকরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষক ছিলেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ মাহাবুবুল আলম, পিটিআই ইনস্ট্রাক্টর কামরুন নাহার, সহকারী প্রকল্প পরিচালক কৃষ্ণেন্দু মন্ডল, মুকুল বিশ্বাস, পিটিআই ইনস্ট্রাক্টর জহরলাল বসাক ও ট্রেইনার নিপুন মন্ডল প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close