বগুড়া প্রতিনিধি

  ১৮ এপ্রিল, ২০১৯

প্রভাবশালীদের লিজের প্রতিবাদ

বগুড়ায় বিল ফেরত পেতে বিক্ষোভ

বগুড়া গাবতলী উপজেলার নিজকাঁকড়া বিল ‘অমৎস্যজীবীদের’ লিজ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন পালিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১২টায় উপজেলার নেপালতলী ইউনিয়নের নিজকাঁকড়া গ্রামে বিলপাড়ে এ বন্ধন অনুষ্ঠিত হয়। নিজকাঁকড়া মৎসজীবী সমিতি আয়োজনে এতে কয়েকশ মৎসজীবী পরিবার ও এলাকাবাসির অংশগ্রহণ করেন বলে সমিতির সভাপতি নির্মল চন্দ্র মন্ডল জানান। পরে বিক্ষোভ মিছিল করেন তারা।

বক্তারা জানান, দুইশ বছর যাবৎ বংশ পড়াম্বরায় নিজকাঁকড়া বিলে মাছ ধরে জীবীকা নির্বাহ করে আসছেন স্থানীয় মৎসজীবীরা। কিন্তু গত মার্চ মাসে প্রকৃত মৎসজীবীদের দাবি উপেক্ষা করে প্রভাবশালী অমৎসজীবীদের কাছে এই বিল লিজ দেওয়া হয়। এখন প্রভাবশালীরা বিল দখলে নেওয়ায় কর্মহীন হয়ে পরবে কয়েশ পরিবার। মৎসজীবীরা জানান, এই বিল থেকে মাছ ধরে সন্তানদের লেখাপড়াসহ তাদের ভরন পোষণ করা হয়। এই বিল আমাদের না দিলে পরিজন নিয়ে না খেয়ে থাকতে হবে। অবিলম্বে এই বিল তাদের ফেরত দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন নিজকাঁকড়া মৎস্যজীবী সমিতির সম্পাদক রতন চন্দ্র কবিরাজ, জয়নাব মন্ডল, সনাতন প্রামানিক, রমেল চন্দ্র, হর চন্দ্র মন্ডল, মনি›ন্দ্র চন্দ্র দাস, নিখিল চন্দ্র, বিধান চন্দ্র, বাবলু চন্দ্র, সন্তেস চন্দ্র, রতন চন্দ্র, পরিমল চন্দ্র, মোগলা চন্দ্র প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close