প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৮ এপ্রিল, ২০১৯

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বক্তারা

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শিক্ষার্থীদের জানাতে হবে

১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস নানা আয়োজনে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বুধবার দেশের বিভিন্ন স্থানে র‌্যালি, আলোচনা সভা, সেমিনার, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা-উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর-

মানিকগঞ্জ : মানিকগঞ্জে র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন জেলা আ.লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাদরুল ইসলাম বাবলু, কাজী এনায়েত হোসেন টিপু, দফতর সম্পাদক এহেতেশান ভোনু, কার্যকরি পরিষদের সদস্য সুভাষ চন্দ্র সরকার, জেলা যুবলীগের সহসাপতি অ্যাড. আবু বকর সিদ্দিক খান তোষার প্রমুখ।

গাইবান্ধা : গাইবান্ধা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক রোখছানা বেগমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক আব্দুল মতিন, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, জেলা আ.লীগের সাধারণ স¤পাদক আবু বক্কর সিদ্দিক, সহসভাপতি ফরহাদ আব্দুল্যাহ হারুন বাবলু, মুক্তিযোদ্ধা আলী আকবর মিয়া প্রমুখ।

বাগেরহাট : বাগেরহাটে অতিরিক্ত জেলা প্রশাসক জহিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আ.লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি ড. একে আজাদ ফিরোজ টিপু, অতিরিক্ত পুলিশ সুপার সাহাদাত হোসেন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন, প্রফেসর কমল কুমার ঘোষ, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সহসম্পাদক শেখ আজমল হোসেন প্রমুখ।

নরসিংদী : নরসিংদীতে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ড. এ টি এম মাহবুব উল করিম, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ (পিপিএম-বিপিএম), সিভিল সার্জন ডা. হেলাল উদ্দিন, সেক্টর কমান্ডার ফোরাম ৭১’র সভাপতি আবদুল মোতালিব পাঠান, সাবেক মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

সুনামগঞ্জ : সুনামগঞ্জে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা তরুণলীগের সভাপতি নাজমুল হুদা বকুল, সিনিয়র সভাপতি রুহুল আমিন, আবুল কালাম প্রমুখ। এদিকে শহরের আব্দুল আহাদ সাহিদা চৌধুরী উচ্চ বিদ্যালয়ে শিক্ষক মুহাম্মদ আমিনুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন শিক্ষক লাল মিয়া, মহরম আলী, স্টুডেন্ট কেবিনেট’র সভাপতি নোবেল আহমদ, সদস্য জুবায়ের আহমদ প্রমুখ।

নাটোর : নাটোরে মুজিব নগর দিবসের বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আ.লীগের সম্পাদক শফিকুল ইসলাম শিমুল, সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য রতœা আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. সাজেদুর রহমান খান, নাটোর পৌর মেয়র উমা চৌধুরী জলি, সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান প্রমুখ।

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া, পুলিশ সুপার আ.স.ম মাহাতাব উদ্দিন, জেলা সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমেদ, জেলা আ.লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সম্পাদক অ্যাড. নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার জয়নাল আবেদিন প্রমুখ।

হবিগঞ্জ : হবিগঞ্জে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় বক্তব্য দেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. মো. আবু জাহির, জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কুদ্দুছ আলী সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শহীদ উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সম্পাদক অ্যাড. শাহ ফখরুজ্জামান প্রমুখ।

জয়পুরহাট : জয়পুরহাটে আলোচনা সভায় বক্তব্য দেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা আ.লীগের সভপতি অ্যাড. সামছুল আলম দুদু, সহসভাপতি রাজা চৌধুরী, যুগ্মসম্পাদক জাহিদুল আলম বেনু, শেখর মজুমদার নন্দনাল প্রমুখ।

বগুড়া : বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসনের আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, পুলিশ সুপার মোকবুল হোসেন, জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, মুক্তিযোদ্ধা রুহুল আমিন বাবলু, সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি তৌফিক হাসান ময়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রায়হানা ইসলাম, এনডিসি তাজ উদ্দিন প্রমুখ।

এদিকে বগুড়া জেলা আ.লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে সভায় উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ডা. মকবুল হোসেন, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, অ্যাড. তোফাজ্জাল হোসেন দুলু, অ্যাড. আব্দুল মতিন, অ্যাড. মকবুল হোসেন মুকুল, অ্যাড. আমানুল্লাহ, রাগেবুল আহসান রিপু, টি.জামান নিকেতা, আসাদুর রহমান দুলু, সুলতান মাহমুদ খান রনি, সাগর কুমার রায় প্রমুখ।

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের হালদারপাড়ায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সহসভাপতি তাজ মো. ইয়াছিন, সাধারন সম্পাদক আল মামুন সরকার, সাবেক সদর মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হুরায়রাসহ দলীয় নেতৃবৃন্দ।

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের কাজিপুরে জনসভায় বক্তব্য দেন আ.লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম এমপি, উপজেলা আ.লীগের সম্পাদক ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান, কেন্দ্রীয় কৃষক লীগের সহসভাপতি আব্দুল লতিফ তারিন, জেলা আ.লীগের সহসভাপতি আবু ইফসুফ প্রমুখ।

শাবিপ্রবি : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (শাবিপ্রবি) মিনি অডিটোরিয়ামে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান: রাজনৈতিক চিন্তাধারা’ শীর্ষক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)’র সম্মাননীয় ফেলো অধ্যাপক ড. রওনক জাহান।

বিশ^বিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গবেষণা সেল’র আয়োজনে সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য দেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, জাবির (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়) সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. আল মাসুদ হাসানউজ্জামান প্রমুখ।

ধুনট (বগুড়া) : বগুড়ার ধুনট উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইউএনও রাজিয়া সুলতানা, উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ভাইস চেয়ারম্যান মহসিন আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান, পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুকুল ইসলাম, উপজেলা আ.লীগের যুগ্মসম্পাদক বাহাদুর আলী, যুবলীগের সম্পাদক বনি আমিন মিন্টু প্রমুখ।

মাদারগঞ্জ (জামালপুর) : জামালপুরের মাদারগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে ইউএনও আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা প্যানেল ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ তানভীর আহমেদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম প্রমুখ।

ভূঞাপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঝোটন চন্দ্র, উপজেলা চেয়ারম্যান অ্যাড. আব্দুল হালিম, ভূমি কর্মকর্তা মো. আসলাম হোসাইন, আওয়ামী লীগ নেতা শাহিনুল ইসলাম তরফদার বাদল, মিনহাজ উদ্দিন, এসআই টিটু প্রমুখ।

ফকিরহাট (বাগেরহাট) : বাগেরহাটের ফকিরহাটে ইউএনও শাহানাজ পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিলদার হোসেন, সহকারি কমিশনার (ভূমি) রহিমা সুলতানা বুশরা, ওসি আবু জাহিদ শেখ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসিম কুমার সমাদ্দার, প্রাণিসম্পদ অফিসার পুষ্পেন কুমার শিকদার, মৎস্য অফিসার অভিজিৎ শীল, নির্বাচন অফিসার এস এম হাবিবুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, পরিসংখ্যান অফিসার সরদার আমজাদ হোসেন, ক্রীড়া সংস্থার সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন প্রমুখ।

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : গাইবান্ধার সুন্দরগঞ্জে র‌্যালি পরবর্তী আলোচনা সভায় বক্তব্য দেন ইউএনও সোলেমান আলী, উপজেলা প্রকৌশলী আবুল মনসুর, থানার ওসি এসএম আব্দুস সোবাহান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এমদাদুল হক বাবলু, আ.লীগ নেতা সাজেদুল ইসলাম প্রমুখ।

হিলি (দিনাজপুর) : দিনাজপুরের হাকিমপুর উপজেলা হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও আব্দুর রাফিউল আলম। বক্তব্য দেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, হাকিমপুর উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব মল্লিক প্রতাপ প্রমুখ।

পাংশা (রাজবাড়ী) : রাজবাড়ীর পাংশায় র‌্যালি পরবর্তী আলোচনা সভায় বক্তব্য দেন ইউএনও রফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বছির উদ্দিন, মৎস্য কর্মকর্তা মোস্তারিনা আফরোজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া খাতুন প্রমুখ।

বদলগাছী (নওগাঁ) : নওগাঁর বদলগাছীতে ইউএনও মাসুম আলী বেগ’র সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন আ.লীগ নেতা বাবর আলী, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আবু খালেদ (বুলু), বদলগাছী থানার এসআই (তদন্ত) আব্দুল মালেক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জবির উদ্দীন, সদর ইউপি চেয়ারম্যান আঃ সালাম মন্ডল, মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন তোফা, উপজেলা ছাত্রলীগের সম্পাদক আসাদুজ্জামান হিরা প্রমুখ।

আত্রাই (নওগাঁ) : নওগাঁর আত্রাইয়ে ইউএনও ছানাউল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, যুব উন্নয়ন অফিসার ফজলুল হক, উপজেলা আ.লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, মাধ্যমিক শিক্ষা অফিসার তারিকুল আলম, ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আখতারুজ্জামান প্রমুখ।

গোয়ালন্দ (রাজবাড়ী) : রাজবাড়ীর গোয়ালন্দে র‌্যালি পরবর্তী সভায় উপস্থিত ছিলেন ইউএনও রুবায়েত হাসান শিপলু, উপজেলা চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য ও গোয়ালন্দ উপজেলা আ.লীগের সভাপতি নুরুজ্জামান মিয়া, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা গিয়াস, সামাদ মোল্লা প্রমুখ।

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) : গাইবান্ধার গোবিন্দগঞ্জে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদানকালে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের এমপি প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী, ইউএনও রামকৃষ্ণ বর্মন, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, উপজেলা আ.লীগের সিনিয়র সহসভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান সাকিলা বেগমসহ পৌর আ.লীগ, পৌরসভা, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

কালকিনি (মাদারীপুর) : মাদারীপুরের কালকিনিতে ইউএনও আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য তাহমিনা সিদ্দিকী, ওসি মোফাজ্জেল হোসন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী নাসরিন, কাউন্সিলর তোফাজ্জেল হোসেন দাদন, গোলাম মোস্তফা, আলাউদ্দিন প্রমুখ।

মধুখালী (ফরিদপুর) : ফরিদপুরের মধুখালীতে র‌্যালি ও সভায় উপস্থিত ছিলেন ইউএনও মোস্তফা মনোয়ার, উপজেলা শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, একাডেমিক সুপারভাইজার রাশেদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মীর নাজমুল হোসেন, শিক্ষক দিপংকর পাল প্রমুখ।

কালিয়াকৈর (গাজীপুর) : গাজীপুরের কালিয়াকৈরে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইউএনও কাজী হাফিজুল আমিন, উপজেলা আ.লীগের সম্পাদক মুরাদ কবীর, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ডা. সাহাব উদ্দিন আহসান, ডেপুটি কমান্ডার নাছির উদ্দিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, কৃষি বিষয়ক কর্মকর্তা অষীশ কুমার কর, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইসলাম প্রমুখ।

রাজৈর (মাদারীপুর) : মাদারীপুরের রাজৈরে ইউএনও সোহানা নাসরিননের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান, পৌর মেয়র শামীম নেওয়াজ, উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান এম.এ মোতালেব মিয়া, ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল, সেলিনা মোস্তফা, রাজৈর প্রেস ক্লাবের সম্পাদক ই.এইচ ইমন প্রমুখ।

রানীশংকৈল (ঠাকুরগাঁও) : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় ইউএনও মৌসুমী আফরিদার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন ঠাকুরগাও-৩ আসনের সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, সহকারী কমিশনার (ভূমি) সোহাগ চন্দ্র সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, শেফালী বেগম প্রমুখ।

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) : মুন্সীগঞ্জের সিরাজদিখানে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইউএনও আশফিকুন নাহার, উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, সহকারি কমিশনার (ভূমি) রিনাত ফৌজিয়া, উপজেলা কৃষি অফিসার সুবোধ চন্দ্র রায়, থানার ওসি ফরিদ উদ্দিন, মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার, সামসুদ্দিন খায়ের প্রমুখ।

আদমদীঘি (বগুড়া) : বগুড়ার আদমদীঘিতে আলোচনা সভায় বক্তব্য ইউএনও একেএম আব্দুল্লাহ বিন রশিদ, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু, ইউএনও সাদেকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আলমগীর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, মৎস্য অফিসার মাহবুবুর রহমান, ওসি মনিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান প্রমুখ।

ফুলগাজী (ফেনী) : ফেনীর ফুলগাজীতে ইউএনও সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সম্পাদক আবদুল আলিম মজুমদার, সদর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা হরি কমল মজুমদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেশকাতুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি ছালেহ আহমদ মিন্টু, সম্পাদক একরাম পাটোয়ারী প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close