ভোলা প্রতিনিধি

  ১৭ এপ্রিল, ২০১৯

ভোলায় ৬ দফা দাবি জেলেদের

জেলেদের খাদ্য বিতরণ, আইডি কার্ড সংশোধন ও হালনাগাদকরণ এবং জেলেদের হয়রানি বন্ধসহ ৬ দফা দাবিতে ভোলায় মানববন্ধন করেছেন জেলেরা। গতকাল মঙ্গলবার সকালে ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। তারা বলেন, সরকার (মার্চ-এপ্রিল) দুই মাস মাছ ধরা বন্ধ রেখে জেলেদের জন্য ৪০ কেজি চাল সঠিকভাবে পাচ্ছে কি না, সেদিকে খেয়াল না দিয়ে নিষিদ্ধ কারেন্ট জালের অজুহাতে তাদের ওপর নির্যাতন করা হচ্ছে। চালের পরিবর্তে বিকল্প কর্মসংস্থান ব্যবস্থা করার পাশাপাশি অভিযানের সময় এনজিও কিস্তি বন্ধ জলদস্যু ও ঝড়ের কবলে পড়ে গিয়ে মারা গেলে তাদের পরিবারকে ২ লাখ টাকার অনুদান দেওয়ার দাবি জানানো হয়। পরে জেলা প্রশাসকে স্মারকলিপি দেন তারা।

এতে বক্তব্য দেন জেলে সমিতির জেলা শাখা সভাপতি মো. নুরুল ইসলাম, সম্পাদক মো. মামুন অর রশীদ, মো. নুরুল ইসলাম, এরশাদ আলী, নান্নু মিয়া প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close