মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

  ১৭ এপ্রিল, ২০১৯

লাকসামে এলজিআরডিমন্ত্রী

মানুষ আগের চেয়ে অনেক ভালো আছে

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে ভালোবাসতেন বলে নেতৃত্ব দিয়েছিলেন সোনার বাংলা গড়ার জন্য। আমরা সেই সোনার বাংলা গড়ার পথে এগিয়ে যাচ্ছি। বর্তমানে দেশের অনেক উন্নতি হয়েছে, সব শ্রেণি-পেশার মানুষ আগের তুলনায় ভালো আছে। বাংলাদেশ এক দিন উন্নত দেশের কাতারে স্থান করে নেবে।’ গত রোববার পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে লাকসাম পৌরসভার উদ্যোগে লাকসাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, ‘আমি আপনাদের সন্তান। আমার ওপর অর্পিত দায়িত্ব যাতে সঠিকভাবে পালন করতে পারি, সেজন্য সকলে দোয়া করবেন।’

লাকসাম পৌরসভা মেয়র অধ্যাপক আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ কে এম সাইফুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুছ ভূঁইয়া, লাকসাম সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজমুল হাসান, এলজিইডি কুমিল্লা নির্বাহী প্রকৌশলী মো. সোহরাব আলী, কুমিল্লা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোখলেছুর রহমান, সিনিয়র সহকারী প্রকৌশলী আবদুল বারেক, কুমিল্লা জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট তানজিনা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান পড়শী সাহা, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম হিরা, পৌসভার নির্বাহী প্রকৌশলী এ টি এম মহিউদ্দিন খন্দকার, হিসাবরক্ষণ কর্মকর্তা আক্তার হোসেন, উপজেলা যুবলীগের নেতা মনিরুল ইসলাম রতন, পৌরসভা কাউন্সিলর আবদুল আলিম দিদার, গোলাম কিবরিয়া সুমন, শাহ আলম, খলিলুর রহমান, মোহাম্মদ উল্লাহ, আবতাব উল্লাহ চৌধুরী জন্টু, যুবলীগ নেতা মোশারফ হোসেন মজুমদার, উপজেলা প্রকৌশলী খন্দকার গোলাম শওকত, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন শামীম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব খান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ আরো অনেকে। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন বাংলাদেশের খ্যাতিমান শিল্পী নকুল কুমার বিশ্বাস, চ্যানেল আইয়ের সেরাকণ্ঠ জুঁইসহ আরো অনেকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close