প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৬ এপ্রিল, ২০১৯

আড়ম্বর আয়োজনে বর্ষবরণ

‘এ বৃহৎ লজ্জারাশি চরণ-আঘাতে / চূর্ণ করি দূর করো। মঙ্গলপ্রভাতে / মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে / উদার আলোক-মাঝে উন্মুক্ত বাতাসে।’ রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নৈবেদ্য’ কবিতার ‘মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে’ লাইনটি প্রতিপাদ্যে বরণ করে নেওয়া হলো বাংলা নতুন বছর ১৪২৬ সাল। গত রোববার দেশের বিভিন্ন স্থানে আড়ম্বরভাবে উদ্যাপিত দিনটি। আয়োজনের মধ্যে মঙ্গল সংগীত ও শোভাযাত্রার মাধ্যমে দিনের আয়োজন সূচিত হয় সবখানে। আয়োজনের মধ্যে ছিল আলোচনা, সাংস্কৃতিক পরিবেষণা, কবিতা আবৃত্তি, গ্রামীণ মেলা, পিঠা উৎসব, লাঠিখেলা, বলীখেলা ইত্যাদি। সবখানেই নেমেছিল মানুষের ঢল। নানা রঙের পাঞ্জাবি, ফতুয়া, শাড়ি নতুন পোশাক পরে পরিবারের সদস্যদের নিয়ে ছুটে আসেন নানা বয়সী মানুষ। প্রতিনিধিদের পাঠান খবর :

চট্টগ্রাম ব্যুরো : সূর্যোদয়ের সময় ধ্রুপদ রাগ পরিবেশনার মধ্যদিয়ে ঐতিহ্যবাহী ডিসি হিলে শুরু হয় পহেলা বর্ষবরণের অনুষ্ঠান। এরপর দিনব্যাপী গান, সংগীত, নৃত্য, আবৃত্তি, নাটক ইত্যাদি নানা পরিবেশনায় দুটি অধিবেশনে ডিসি হিলের বৈশাখী আয়োজনের সমাপ্তি টানা হয়। এছাড়া নগরীর সিআরবি শিরিষতলায়ও অনুরূপভাবে আয়োজন করা হয় বর্ষবরণের অনুষ্ঠানমালা। এখানে সকাল আটটায় ভায়োলনিস্ট চিটাগাংয়ের পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণ অনুষ্ঠানমালা। নববর্ষ উদযাপন পরিষদ দলীয় নানা পরিবেশনায় সংগীত ভবন, বোধন আবৃত্তি পরিষদ, আনন্দ ধ্বনি প্রভৃতি সংগঠন অংশ নেয়। পরে দলীয় পরিবেশনায় অংশ নেয় চারুতা নৃত্যকলা একাডেমী, সুন্দরম শিল্পীগোষ্ঠী, বাংলাদেশ রেলওয়ে সাংস্কৃতিক ফোরাম, স্কুল অব ওরিয়েন্টাল ডান্স, প্রমা আবৃত্তি সংগঠন, সংগীতালয়, উদীচী চট্টগ্রাম, নৃত্য নিকেতন, সুর সাধনা সংগীতালয়, উচ্চারক আবৃত্তি কুঞ্জ, অদিতি সংগীত নিকেতন, আওয়ামী শিল্পী গোষ্ঠী, শব্দ নোঙ্গর, ছন্দানন্দ সাংস্কৃতিক পরিষদ, সৃজামি, স্লোগান সাংস্কৃতিক স্কোয়াড, স্বরলিপি সাংস্কৃতিক ফোরাম, সৃজনী ছন্দ সংঘ, তারুণ্যের উচ্ছ্বাস, নৃত্যনন্দন, অভ্যুদয় ও মনোরমা নৃত্যাঙ্গন। পরে দুপুরে শিরিষতলায় আয়োজন করা হয় ঐতিহ্যবাহী সাহাবউদ্দিনের বলিখেলা।

খুলনা : খুলনা নগরীর শিববাড়ি মোড়ে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি। শোভাযাত্রায় খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, বিভাগীয় ও জেলা প্রশাসন, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষক, শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অপরদিকে, খুলনা বিশ্ববিদ্যালয়ে শোভাযাত্রায় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান, ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, ডিনবৃন্দ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধানবৃন্দ, বিভাগীয় প্রধান, ছাত্রবিষয়ক পরিচালকসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা অংশ নেন।

গাইবান্ধা : গাইবান্ধায় শোভাযাত্রা শেষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, জেলা প্রশাসক আবদুল মতিন, প্রধানমন্ত্রী কার্যালয়ের উপপরিচালক নীলিমা আকতার বানু, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, জেলা আ.লীগের সম্পাদক আবু বকর সিদ্দিক প্রমুখ।

ঝিনাইদহ : ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে লাঠি খেলার আয়োজন করে বাংলাদেশ লাঠিয়াল বাহিনী।

লাঠিয়াল বাহিনী ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ পৌরসভার সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান খোকা বলেন, ‘পুরানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতেই আমাদের এ আয়োজন।’

লাঠিখেলায় অংশ নেওয়া শৈলকুপা উপজেলার হাটফাজিলপুর গ্রামের রইচ উদ্দিন বলেন, গ্রাম বাংলার এই ঐতিহ্য ধরে রাখতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ প্রয়োজন।

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের উদ্যোগে লোকনাথ দিঘীর টেংকের পাড় থেকে বর্ণ্যাঢ্য শোভাযাত্রা বের হয়। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান, পৌর মেয়র নায়ার কবীর, অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন, জেলা আ.লীগ সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ।

ফরিদপুর : সোনালী ব্যাংক অফিসার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন, ফরিদপুরের আয়োজনে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক এর ডিজিএম নীরেন্দ নাথ দাস, সোনালী ব্যাংক অফিসার’স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি শাহাদাত হোসেন লিন্টু, সাধারণ সম্পাদক শরীফ মঞ্জুরুল হক, মনোজ কুমার সাহা, মার প্রসাদ দাস, ইশতাকুর রহমান, নাজমুল হাসান প্রমুখ।

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের বেলকুচি বহুমূখী মহিলা ডিগ্রী কলেজ চত্তরে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা আ.লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু জাফর, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, পুলিশ সুপার টুটুল চক্রবর্তী প্রমুখ।

অপরদিকে, জেলার কামারখন্দ উপজেলার নান্দিনামধূ গ্রামে বৈশাখী মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না।

মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের ৬টি উপজেলা সদরে একযোগে বর্ষবরণ উদযাপিত হয়। সদর উপজেলায় জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার নেতৃত্ব দেন জেলা প্রশাসক সায়লা ফারজানা। পরে জেলা প্রশাসনের আয়োজনে কারেক্টরেট মাঠে পান্তা, ভরতা ইলিশের আয়োজন করা হয়। এতে অংশ নেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম, এডিসি (সার্বিক) মোহা: হারুন অর রশিদ, এএসপি মোস্তাফিজুর রহমান প্রমুখ।

অপরদিকে সকল উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে শোভা যাত্রা অনুষ্ঠিত হয়। ফারুক আহাম্মেদ (সদর), হাসান সাদী (গজারিয়া), মোহাম্মদ কবিরুল ইসলাম খান (লৌহজং), মোহা: জাহিদুল ইসলাম (শ্রীনগর), হাসিনা আক্তার (টংগীবাড়ি) উপজেলায়ও পহেলা বৈশাখ উপলক্ষ্যে র‌্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বগুড়া : জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ করেছে বগুড়াবাসী। সকালে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা বিপিএম (বার), জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ডা: মকবুল হোসেন, সম্পাদক মজিবর রহমান মজনু, জেলা পরিষদের প্রধান নির্বাহি কর্মকর্তা আমিরুল ইসলাম, এডিসি আব্দুস সামাদ, আলীমুন রাজীব, সদর ইউএনও আজিজুর রহমান, বিশিষ্ঠ আইনজীবি এড, রেজাউল করিম মন্টু সহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সরকারী বেসরকারী প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা প্রমুখ অংশ নেন। পরে শহরের পৌর এডওয়ার্ড পার্কে ৬ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন হয়। বগুড়া জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বগুড়া পৌরসভা, বৃহত্তর বগুড়া সমিতি ঢাকা, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়া ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের সহযোগিতায় এবং বগুড়া থিয়েটারের আয়োজনে শহীদ টিটু মিলনায়তন চত্তরে ৬দিনের বৈশাখী মেলার সার্বিক সহযোগিতায় রয়েছে মেসার্স শুকরা এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী আব্দুল মান্নান আকন্দ।

গোপালগঞ্জ : জেলা প্রশাসনের উদ্যোগে সকালে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে গোপালগঞ্জে বাংলা নববর্ষের বিভিন্ন অনুষ্ঠান শুরু হয়। পৌর পার্ক থেকে বের হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান, সিভিল সার্জন ডা. তরুন মন্ডল, জেলা আ.লীগের সহসভাপতি শেখ রুহুল আমিন, পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু।

হবিগঞ্জ : জেলা শহরের শিরিষতলা প্রাঙ্গণে নববর্ষের সূর্যকে বরণ শেষে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে হবিগঞ্জ জেলা প্রশাসন। এতে অংশ নেন হবিগঞ্জ-৩ আসনের এমপি আবু জাহির, জেলা প্রশাসক মাহমুদল কবির মুরাদ, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরীসহ সমাজের সর্বস্তরের লোকজন অংশ গ্রহন করেন। এছাড়াও বৃন্দাবন সরকারী কলেজ, মহিলা কলেজ, জেলা প্রশাসকের কার্যালয়সহ বিভিন্ন স্থানে বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে।

শেরপুর : শেরপুরে সকালে ডিসি উদ্যান চত্ত্বরে সঙ্গীতানুষ্ঠান শেষে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে জেলা প্রশাসন। এতে অংশ নেন জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় এমপি আতিউর রহমান আতিক, জেলা প্রশাসক আনারকলি মাহবুব, পুলিশ সুপার কাজি আশরাফুল আজীমসহ সরকারী ও বেসরকারী বিভিন্ন দপ্তরের প্রধান এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বাগেরহাট : জেলা প্রশাসনের উদ্যোগে সকালে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামের সামনে থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে ফিতা কেটে বৈশাখী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক তপন কুমার বিশ^াস।

এসময় বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, অতিরিক্ত জেলা প্রশাসক জহিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল, শাহাদাত হোসেন, প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক আলহাজ¦ বাকী তালুকদারসহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

রাজবাড়ী : সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের আ¤্রকানন চত্বর থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়। এতে অংশ নেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, জেলা প্রশাসক মো. শওকত আলী, জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আবদুল জব্বার, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি, সিভিল সার্জন মো. রহিম, এডিসি (শিক্ষা ও আইসিটি) আমিনুল ইসলাম, এডিসি (সার্বিক) মোহাম্মদ আশেক হাসান, এডিসি (রাজস্ব) আলমগীর হুছাইন, মেয়র মোহাম্মদ আলী চৌধুরী, সদর ইউএনও সাইদুজ্জামান খানসহ জেলা প্রশাসনের অন্য কর্মকর্তাগণ।

নওগাঁ : জেলা প্রশাসনের উদ্যোগে শহরের জিলা স্কুল চত্ত্বর থেকে একটি বর্ণঢ্য র‌্যালি বের হয় সকালে। এর নেতৃত্ব দেন সদর আসনের এমপি নিজাম উদ্দিন জলিল জন। এ সময় জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম, নওগাঁ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. আব্দুল বারী, এএসপি (ক্রাইম) রাকিবুল আকতার, নওগাঁ সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম রফিক সহ প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নাটোর : জেলা প্রশাসনের আয়োজনে সকালে শহরের কানাইখালী মাঠ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে অংশ নেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম, সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য রতœা আহমেদ, জেলা প্রশাসক মো. শাহরিয়াজ ও পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, নাটোর পৌর মেয়র উমা চৌধুরী জলি, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে নাটোর রাজবাড়ী চত্বরে তিন দিনব্যাপী গ্রামীণ মেলা উদ্বোধন করা হয়।

জয়পুরহাট : জয়পুরহাটে সকালে শহীদ ডা. আবুল কাশেম ময়দানে সূচনা সঙ্গীত পরিবেশন করেন জয়পুরহাট রবীন্দ্র সম্মিলন পরিষদের শিল্পীবৃন্দ। পরে অনুষ্ঠিত মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন, পুলিশ সুপার রশিদুল হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ.লীগের সম্পাদক এস এম সোলায়মান আলী, সদর ইউএনও মিল্টন চন্দ্র রায় সহ প্রশাসনের কর্মকর্তাগণ।

বাকৃবি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ধুমকেতু চত্বর থেকে শুরু হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রা

শেষে বর্ষবরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আলী আকবর। বর্ষবরনে নতুন মাত্রা যোগ করতে শিশু কিশোর কাউন্সিল, মহিলা সংঘ, শিক্ষক সমিতি এবং বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সাংস্কৃতিক জোট বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

বেরোবি : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা ক্যাম্পাসে সংলগ্ন এলাকাও প্রদক্ষিণ করে। বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক আয়োজিত অন্যান্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল প্রভোস্ট প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, শহীদ মুখতার ইলাহী হল প্রভোস্ট মো. ফেরদৌস রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রভোস্ট তাবিউর রহমান প্রধান এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্ণেল (অব.) আবু হেনা মুস্তাফা কামাল।

অনুষ্ঠানে সমন্বয়ক পহেলা বৈশাখ ১৪২৬ উদ্যাপন কমিটির আহবায়ক ও পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোঃ মোরশেদ হোসেন এবং সদস্য সচিব ছিলেন ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রধান মোঃ আতিউর রহমান।

ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সকালে উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারীর নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা বের হয়। এর আগে তিন দিনব্যাপী বৈশাখী মেলা উদ্বোধন করেন তিনি।

শোভাযাত্রায় বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন, প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. আনিসুর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, আবাসিক হল, বিভিন্ন সামাজিক-রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেন। এবার বৈশাখ উদ্যাপন উপ-কমিটির আহ্বায়ক ছিলেন অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক বনানী আফরিন।

জাককানইবি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) মঙ্গল শোভাযাত্রার নেতৃত্ব দেন উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন ট্রেজারার মো. জালাল উদ্দিন, রেজিস্টার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবীর, শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম, প্রক্টর উজ্জ্বল কুমার প্রধান সহ বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী। পরে উপাচার্যের প্রধান পৃষ্ঠপোষকতায় আয়োজিত ‘বৈশাখী বাতায়ন’ শিরোনামে দেয়ালিকার উদ্বোধন করা হয়।

শেকৃবি : রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) সকালে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজনের উদ্ভোধন করেন উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ। এরপর বিভিন্ন সংগঠনের অংশগ্রহনে বিশ্ববিদ্যালয়টির প্যারিস রোডে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শেকৃবির নিবন্ধিত ১৭টি সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে গ্রামীণ মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

শাহজাদপুর (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা পরিষদ চত্বর থেকে স্থানীয় এমপি হাসিবুর রহমান স্বপনের নেতৃত্বে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও সাংষ্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও নাজমুল হুসেইন খাঁন।

কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুরে মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ইউএনও মিজানুর রহমান, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইষলাম, যশোর জেলা পরিষদের সদস্য হাসান সাদেক, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক ও নাসিমা সাদেক, কেশবপুর উপজেলা আ.লীগের সহসভাপতি তপন ঘোষ মন্টু প্রমুূখ।

সুজানগর (পাবনা) : পাবনার সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রায় পৌর মেয়র আব্দুল ওহাব, ইউএনও সুজিৎ দেবনাথ, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পাবনা সহকারী পুলিশ সুপার ফরহাদ হোসেন, ওসি শরিফুল আলম, প্রেস ক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) শাহজাহান আলী মন্ডল, সম্পাদক এমএ আলিম রিপন প্রমুখ।

কয়রা (খুলনা) : খুলনার কয়রায় শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়রম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম, বর্তমান চেয়ারম্যান আ.খ.ম.তমিজ উদ্দিন, ইউএনও শিমুল কুমার সাহা, সহকারি কমিশনার (ভূমি) নুর-ই আলম ছিদ্দিকী, কয়রা থানার ওসি তারক বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার এস.এম. মিজান মাহমুদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোস্তফা হাবিবুল্যাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম. সুলতান মাহমুদ প্রমুখ।

কোটচাঁদপুর (ঝিনইদহ) : ঝিনাইদহের কোটচাঁদপুরে মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ইউএনও নাজনীন সুলতানা, সহকারি কমিশনার (ভূমি) তাছলিমা আক্তার, কোটচাঁদপুর থানার ওসি কাজী কামাল হোসেন, পৌর মেয়র জাহিদুল ইসলাম জাহিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা সুলতানা, উপজেলা আ.লীগের সভাপতি শরিফুন্নেছা মিকি, জেলা পরিষদ সদস্য শামিম আরা হ্যাপী প্রমুখ।

হাটহাজারী (চট্টগ্রাম) : চট্টগ্রামের হাটহাজারীতে ইউএনও মোহাম্মদ রুহুল আমীনের নেতৃত্বে শোভাযাত্রায় অংশ নেন প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশা ও সংগঠনের প্রতিনিধি এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এছাড়া গুমানমর্দ্দনের বোয়ালিয়া বটমুলে সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ তিন দিনব্যাপী গ্রামীণ ঐতিহ্যবাহী লোকজ সাংস্কৃতিক নিয়ে নানা কর্মসূচির আয়োজন করে।

বিরামপুর (দিনাজপুর) : দিনাজপুরের বিরামপুরে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ইউএনও তৌহিদুর রহমান, বিরামপুর সার্কেল এএসপি মিথুন সরকার, পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল, ওসি মনিরুজ্জামান, নবনির্বাচিত উপজেলা ভাইস-চেয়ারম্যান মেজবাউল ইসলাম, উপজেলা আ.লীগের যুগ্মসম্পাদক গোলজার হোসেন, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলী প্রমুখ।

লোহাগাড়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ইউএনও (ভারপ্রাপ্ত) পদ্মাসন সিংহ, উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, ভাইস চেয়ারম্যান এম ইব্রাহিম কবির, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, উপজেলা কৃষি অফিসার শামীম হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আ.লীগের উপ-প্রচার সম্পাদক মাওলানা নুরুল আবছার চৌধুরী প্রমুখ।

পাঁচবিবি (জয়পুরহাট) : জয়পুরহাটের পাঁচবিবিতে মঙ্গল শোভাযাত্রায় নেতৃত্ব দেন ইউএনও রাজিবুল আলম। শোভাযাত্রাটি স্টেডিয়াম থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এতে বিভিন্ন সামাজিক সংগঠন অংশ গ্রহণ করে। বিকেল ৩টায় স্টেডিয়াম মাঠে বৈশাখী মেলার আয়োজন করে উপজেলা প্রশাসন।

দুপচাঁচিয়া (বগুড়া) : বগুড়ার দুপচাঁচিয়ায় শোভাযাত্রায় অংশ নেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, ইউএনও এস.এম জাকির হোসেন, মেয়র বেলাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) জেসমিন প্রধান, থানার ওসি মিজানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা নাসরিন রুপা প্রমুখ।

কলমাকান্দা (নেত্রকোনা) : নেত্রকোনার কলমাকান্দায় মঙ্গল শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার, ইউএনও জাকির হোসেন, অধ্যক্ষ সুকুমার চন্দ্র বণিক, এসিল্যান্ড রুয়েল সি সাংমা, উপজেলা আ.লীগের সভাপতি চন্দন বিশ্বাস, ওসি মাজহারুল করীম, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস প্রমুখ।

শিবালয় (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের শিবালয় সদরউদ্দিন ডিগ্রি কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠানে অধ্যক্ষ ড. বাসুদেব কুমার দে শিকদার, সহকারী অধ্যাপক বলরাম কুমার দাস, ড. উত্তম কুমার সরকার, জানে আলম সিদ্দিকী, প্রভাষক ইসলাম মোল্লা, প্রভাষক অহিদুল ইসলাম, সুজিৎ বিশ্বাস, আজাদ হোসেন, প্রভাষক মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

কটিয়াদী (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের কটিয়াদীতে আলোচনা সভায় বক্তব্য দেন কটিয়াদী সাহিত্য সংসদের সভাপতি কবি মেরাজ রাহীম, উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক ও পৌর কাউন্সিলর সোহরাব উদ্দিন, বন কর্মকর্তা কবি হারুন অর রশিদ, প্রভাষক দীপা বর্মন, সাংবাদিক সৈয়দ সিরাজুস সালেহীন রাহাত, রুহুল আমিন রাজু প্রমুখ।

জৈন্তাপুর (সিলেট) : সিলেটের জৈন্তাপুরে নতুন বছরকে স্বাগত জানাতে উল্লাস আর উৎসাহের কোন কমতি ছিলনা তরুণ-তরুণীদের মধ্যে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌরীন করিমের উদ্যোগে উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

ভালুকা (ময়মনসিংহ) : ময়মনসিংহের ভালুকা প্রেস ক্লাবের পান্তা উৎসবে অংশ গ্রহন করেন ভালুকা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ভালুকা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান ড. সেলিনা রশিদ, ভালুকা মডেল থানার ওসি ফিরোজ তালুকদার, ভালুকা প্রেস ক্লাবের সভাপতি কামরুজ্জামান মানিক, সম্পাদক ফিরোজ খান, ভালুকা বয়েজ ক্লাবের সভাপতি এসএম গোলাপ প্রমুখ।

আমতলী (বরগুনা) : বরগুনার আমতলীতে মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন আমতলী পৌর মেয়র মতিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবর রহমান, সহকারী কমিশনার (ভূমি) কমলেশ চন্দ্র মজুমদার, উপজেলা আ.লীগের সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম মৃধা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.কে.এম নুরুল হক, বোরহান উদ্দিন মাসুম তালুকদার প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close