কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

  ১৬ এপ্রিল, ২০১৯

কচুয়ায় বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

চাঁদপুরের কচুয়ায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল অষ্টম শ্রেণিতে পড়–য়া ১৪ বছরের এক স্কুলছাত্রী। গত রোববার রাতে উপজেলার কাদলা ইউনিয়নের শাসন খোলা গ্রামে বিয়ের এ আয়োজন ভেস্তে দেয় প্রশাসন। জানা গেছে, সংবাদ পেয়ে ইউএনও নিলীমা আফরোজের নির্দেশক্রমে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমনদে স্কুলছাত্রীর বাড়িতে পৌঁছে বিয়ের সকল কার্যক্রম বন্ধ করে দেয়। প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত স্কুল ছাত্রীকে বিয়ে দিবে না মর্মে তার মায়ের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমনদে বিয়ের আয়োজনকারী বরের ফুফু একই গ্রামের বিল্লাল হোসেনের স্ত্রী তানিয়া বেগমকে ৫ হাজার টাকার দন্ডাদেশ প্রদান করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close