ভোলা প্রতিনিধি

  ১৪ এপ্রিল, ২০১৯

ভোলায় পহেলা বৈশাখে পান্তা-ইলিশ না খেতে প্রচারণা

‘আগামী প্রজন্মকে নববর্ষে উদযাপনে সচেতন করতে পান্তা-ইলিশ খাবো না, চলুন সবাই মিলে আমরা ইলিশ সম্পদ রক্ষা করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। পরে ভোলা সরকারি কলেজের শিক্ষার্থীরা এ নিয়ে ক্যাম্পেইন করে।

ওয়ার্ল্ড ফিশ, ইকোফিশ-বাংলাদেশ ও মৎস অধিদপ্তর এর আয়োজনে গতকাল শনিবার দুপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সদর উপজেলার সিনিয়র মৎস কর্মকর্তা মো: আসাদুজ্জামান এর সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন সরকারি কলেজে প্রফেসর মোহাম্মদ গোলাম জাকারিয়া।

উপস্থিত ছিলেন ওয়ার্ল্ডফিশ বাংলাদেশের রিসার্স এ্যাসোসিয়াড অংকুর মোহাম্মদ ইমতিয়াজ, খামার ব্যবস্থাপক মো. জাকির হোসেন প্রমুখ। বাংলা নববর্ষে ইলিশ মাছ খাবেনা ও কাউকে খেতে দিবোনা এবং ইলিশ মাছকে জাতীয় সম্পদে রুপান্তর করার জন্য সকল শিক্ষার্থীরা শপথ নেয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close