গাইবান্ধা প্রতিনিধি

  ১৪ এপ্রিল, ২০১৯

গাইবান্ধায় দিনব্যাপী নদী উৎসব

গাইবান্ধায় দিনব্যাপী নদী উৎসব পালিত হয়েছে। নদী সম্পর্কে সচেতনতা সবার মধ্যে ছড়িয়ে দিতে এবং নদী দখল ও দুষণরোধে সবাইকে এগিয়ে আসার আহবান জানান হয়।

গতকাল শনিবার স্থানীয় পৌর শহীদ মিনার চত্বরে ও পৌর পার্কে জাতীয় সংগীতের মাধ্যমে নদী উৎসব শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এম আবদুস সালাম। প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি। বক্তব্য দেন জেলা প্রশাসক আবদুল মতিন, পুলিশ সুপার প্রকৌশলী মো. আব্দুল মান্নান মিয়া, পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, সাদুল্যাপুর সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জহুরুল কাইয়ুম প্রমুখ।

দিনব্যাপী এ নদী উৎসবে ড. তুহিন ওয়াদুদ এর একক নদী চিত্র প্রদর্শনী এবং তার রচিত ‘রংপুর অঞ্চলের নদ-নদী’ শীর্ষক গ্রন্থের মোড়ক উম্মোচন করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close