এম সাইফুর রহমান, নাগেশ্বরী (কুড়িগ্রাম)

  ১৪ এপ্রিল, ২০১৯

নাগেশ্বরীতে সৌদি আরবের সুস্বাদু খেজুর বাগান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সৌদি আরবের সুস্বাদু খেজুর বাগান করেছেন ইদ্রিস আলী নামের এক কৃষক। নাগেশ্বরী উপজেলার কামারপাড়া গ্রামের খামারবাড়ির সৌখিন কৃষক ইদ্রিস আলী দীর্ঘদিন ব্যতিক্রমী চাষাবাদ করে কৃষিতে অনেক লাভবান হয়েছেন বলে তিনি জানান। তার বাড়িতে রয়েছে মুরগীর খামার, অস্ট্রেলিয়ার গাভী পালন, শীতলপাটি বানানোর বেতের চাষ, পুকুরের উপর মাচা তৈরি করে হাসের খামার, তিনি উন্নত জাতের টারকী মুরগী চাষ করে অনেকটা জমি কিনেছেন। তার সাথে কথা বলে জানা গেছে, সখের বসে ধান, পাট, গম, আলু চাষের পাশাপাশি এক বিঘা জমিতে সৌদি আরবের খেজুরের বাগান করেছেন এবং বাগানের ভিতর একই জমিতে তিনি উন্নত জাতের মরিচ, ঢেড়স, ড্রাগন ফল, মিষ্টি কুমড়া, ঝিংগা, পেয়ারা, মুগডাল চাষ করছেন। বাগানে খেজুর গাছগুলোতে ইতিমধ্যে থোকায় থোকায় খেজুর ধরেছে। আগামী দুই মাসের মধ্যেই তার বাগানের খেজুর পেঁকে খাওয়া বা বাজারজাত করণের উপযোগী হবে বলে জানান তিনি। তার খেজুরের বাগানে ইরানি ও সৌদি অজোয়া জাতের খেজুর রয়েছে। কৃষক ইদ্রিস আলী বলেন, তার ছোটভাই ইউনুস আলী সৌদি প্রবাসী। তার পরামর্শ ও সহযোগীতায় তিনি এ খেজুর বাগান করেছেন। খেজুর চাষে আর্থিক লাভবান হলে তিনি আগামীতে আরও ব্যাপকভাবে খেজুরের বাগান করবেন বলে জানান। এদিকে, তার খেজুরের বাগান দেখার জন্য প্রতিদিন দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা আসছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close