মেহেরপুর প্রতিনিধি

  ১৪ এপ্রিল, ২০১৯

‘মেহেরপুরের মানুষ গুণীজনদের সম্মান দিতে জানে’

মেহেরপুরের মানুষ সংস্কৃতিকে লালন করে বলেই ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগরের মাটিতে বাংলাদেশের প্রথম সরকারের শপথ অনুষ্ঠিত হয়েছিল। আমরা অত্যন্ত ভাগ্যবান। মেহেরপুরের মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের প্রথম সূর্য উদিত হয়েছিল। জন প্রশাসন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি মেহেরপুরে গুণীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গত শুক্রবার সন্ধ্যায় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সম্মাননাা স্মারকগ্রন্থ ‘বসন্তরাগ’ এর মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি। জেলা প্রশাসক আতাউল গণির সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, জেলা শিল্পকলা একাডেমির সম্পাদক সাইদুর রহমান, প্রফেসর হাসানুজ্জামান মালেক, অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য প্রমুখ। সম্মানপ্রাপ্ত ১০ গুণী হলেন সৃজনশীল সংগঠক সিরাজুল ইসলাম ও ইব্রাহীম শাহীন, বাচিক শিল্পী শাশ্বত নিপ্পন, নাট্যশিল্পী নিশান সাবের, কণ্ঠশিল্পী মোমিনুল ইসলাম ও ফৌজিয়া আফরোজ তুলি, যাত্রাশিল্পী আক্কাস আলী ও আবদুর রব, লোকশিল্পী নুর এ ইয়াসমিন জলি ও নৃত্যশিল্পী শওকত আরা মিমি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close