রংপুর ব্যুরো

  ১৩ এপ্রিল, ২০১৯

রংপুর জেলা প্রশাসক

অর্জিত অর্থের অপচয় রোধ করতে হবে

নারী গার্মেন্টস কর্মীদের উদ্যেশে রংপুর জেলা প্রশাসক এনামুল হাবীব বলেন, আপনাদের কষ্টে অর্জিত অর্থ যেন কোনো ভাবেই অপচয় না হয়। এজন্য নিজ নামে একটি করে একাউন্ট খোলেন। তারপর, বিদেশে পাড়ি জমান। গতকাল শুক্রবার মহানগরীর তালুক ধর্মদাস টিটিসি প্রশিক্ষণ কেন্দ্রে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি রংপুর থেকে সরাসরি নারী গার্মেন্টস কর্মীদের জর্দান এ বৈদেশিক কর্মসংস্থান প্রশিক্ষন কেন্দ্রের উদ্বোধনী করেন। ডিসি আরো বলেন, এখন আপনাদের সুসময়। এজন্য নতুন নতুন আত্মীয় স্বজন গজাবে। এসব থেকে সাবধানতা অবলম্বল করে ভাগ্যের পরিবর্তন করবেন। এতে নিজের, সমাজের ও দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। সেই সঙ্গে অর্থনৈতিক ভাবে স্বচ্ছলতা ফিরে আসবে। এতে সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের যুগ্নসচিব নারায়ণ চন্দ্র বর্মা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close