বেনাপোল (যশোর) প্রতিনিধি

  ১৩ এপ্রিল, ২০১৯

৬৬৮ বোতল ফেনসিডিলসহ আটক ১

যশোরের বেনাপোল সীমান্তের দক্ষিণ বারপোতা কাঁচারাস্তার মোড় থেকে ৬৬৮ বোতল ভারতীয় ফেনসিডিলসহ জাহিদ হাসান (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন বিজিবি সদস্যরা। গতকাল শুক্রবার ভোরে তাকে আটক করা হয়। তিনি বেনাপোল পোর্ট থানার শিবনাথপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে পুটখালী বিওপির একটি টহল দল দক্ষিণ বারপোতা গ্রাম থেকে ৬৬৮ বোতল ফেনসিডিলসহ জাহিদ হাসানকে আটক করে। তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃত জাহিদ বিজিবির কাছে জানিয়েছেন তিনি শুধু বহনকারী। এ ফেনসিডিলের মূল মালিক বেনাপোল পোর্ট থানার শিবনাথপুর বারপোতা গ্রামের তাহাজ্জোত আলীর ছেলে জাহিদুল ইসলাম। এলাকায় খোঁজ নিয়ে জানা যায় জাহিদুল ইসলাম একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে ভারত থেকে ফেনসিডিল এনে বাংলাদেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে থাকেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close