মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

  ১২ এপ্রিল, ২০১৯

খবর প্রকাশের পর

ভাতা পেলেন মুরাদনগরের নেছা

শেষ পর্যন্ত বয়স্ক ভাতা পেয়েছেন কুমিল্লার মুরাদনগরে অশিতিশপর বৃদ্ধা কাপ্তানের নেছা (৮১)। এর আগে ১৯ মার্চ এ নিয়ে প্রতিদিনের সংবাদ-এ একটি খবর প্রকাশ হয়।

এরপর বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে ১৪ কার্যদিবসের মধ্যে তাকে ভাতার কার্ড ও টাকা তুলে দেওয়া হয়। গত বুধবার উপজেলা সমাজ সেবা কার্যালয়ে সাংবাদিকদের উপস্থিতিতে বৃদ্ধা কাপ্তানের নেছার হাতে বয়স্ক ভাতার কার্ড তুলে দেন সমাজসেবা অফিসার কবির আহাম্মদ।

এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক মোশাররফ হোসেন মনির, সুমন সরকার, নাজিম উদ্দিন, সমাজসেবা অফিসের উচ্চমাণ সহকারী মোহাম্মদ আলী।

সূত্রে জানা যায়, গণমাধ্যমে ভাতা না পাওয়ার সংবাদটি প্রকাশের পর কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীরের নির্দেশনা এবং ইউএনও মিতু মরিয়মের সার্বিক সহযোগিতায় দ্রুত ওই বৃদ্ধাকে বয়স্কভাতার কার্ডের ব্যবস্থা করেন উপজেলা সমাজসেবা অফিস।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close