পটুয়াখালী প্রতিনিধি

  ১২ এপ্রিল, ২০১৯

পটুয়াখালীতে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

পটুয়াখালীতে একটি হত্যা মামলার রায়ে পাঁচজনকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। সেই সঙ্গে প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছর সশ্রম কারাদ- দেওয়া হয়। এছাড়া আরো ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদ- দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক এ কে এম এনামুল করিম। গত বুধবার বিকালে এ রায় ঘোষণা করা হয়।

যাজজ্জীবন প্রাপ্ত আসামিরা হলেন সাহেব আলী খলিফা, নিজাম ওরফে নিজামউদ্দিন, সোহরাব, আনছার ও জুয়েল। বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্তরা হলেন আ. জব্বার, শাহজাহান খলিফা, মমিন ওরফে মমিন উদ্দিন, সুলতান সিকদার, মোসা. রিনা বেগম ওরফে রেহেনা ও ছোবাহান খলিফা।

মামলার বিবরণীতে জানা গেছে, ২০০৬ সালের ২০ নভেম্বর জেলার মির্জাগঞ্জ উপজেলা কাকড়াবুনিয়া গ্রামে আবুল বশার ও ইউনুসগং তাদের দখলীয় জমিতে ধান কাটতে গেলে পূর্ব শত্রুতার জেরে তাদের ওপর হামলা চালায় বিরোধী পক্ষ। এতে আবুল বাশার গুরুতর জখম হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই ইউনুছ আলী খলিফা বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close