প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১২ এপ্রিল, ২০১৯

বিশ্ব পানি দিবস-২০১৯

‘পানিই সমগ্র পৃথিবীকে বাঁচিয়ে রেখেছে’

‘পানি সবার অধিকার বাদ রবে না কেউ আর’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে র‌্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদের পাঠানো খবর :

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে র‌্যালিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফিরোজ মাহমুদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলামসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা।

ভোলা : ভোলায় র‌্যালি শেষে আলোচনা সভায় পানি উন্নয়নবোর্ড ভোলা-১ এর নির্বাহী প্রকৌশলী বাবুল আক্তার এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিক। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. সেলিম রেজা, সাবেক অধ্যক্ষ রুহুল আমিন জাহাঙ্গির, দুলাল চন্দ্র ঘোষ, জেলা জলবায়ু ফোরামের সভাপতি নুরুল ইসলাম প্রমুখ।

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদদৌলা খান। জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শাহীনুজ্জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবু নাছের।

ফরিদপুর : ফরিদপুরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সুলতান মাহমুদ। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন জেলা এডিএম মো. আসলাম মোল্যা। বক্তব্য দেন এএসপি আতিকুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা মো. মনির হোসেন, নারী নেত্রী আসছা আক্তার মুক্তা।

ঝিনাইদহ : ঝিনাইদহে আলোচনা সভায় জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান সুজন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি ছিলেন এএসপি (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদি, স্থানীয় সরকারের উপ-পরিচালক সাইফুর রহমান খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ছাদেকুর রহমান প্রমুখ।

সৈয়দপুর (নীলফামারী) : নীলফামারীর সৈয়দপুরে আলোচনা সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার, উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন, পানি উন্নয়ন বোর্ড সৈয়দপুর শাখার উপ-নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম ও উপজেলা ভাইস চেয়ারম্যান সানজিদা আক্তার লাকী প্রমুখ।

ধুনট (বগুড়া) : বগুড়ার ধুনটে আলোচনা সভায় ইউএনও রাজিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার কামরুল হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম জিন্নাহ, সানাউল মোস্তফা, সদর ইউপি চেয়ারম্যান লাল মিয়া, গোলাম সোবহান, ভিপি সাইফুল ইসলাম প্রমুখ

আত্রাই (নওগাঁ) : নওগাঁর আত্রাইয়ে দিবসটি উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. তারিকুল আলম, যুব উন্নয়ন অফিসার মো. ফজলুল হক, মহিলা বিষয়ক অফিসার মো. মোয়াজ্জেম হোসেন, মো. শাহাদত হোসেন, প্রধান শিক্ষক মো. আজিমুদ্দিন সরদার, মো. আইনুল হক প্রমুখ।

কয়রা (খুলনা) : খুলনার কয়রায় র‌্যালি শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা। বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুজাত আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম সুলতান মাহমুদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তুহিন কান্তি ঘোষ, যুব উন্নয়ন কর্মকর্তা আ. রশিদ খান, প্রকৌশলী প্রশান্ত পাল প্রমুখ।

নাঙ্গলকোট (কুমিল্লা) : কুমিল্লার নাঙ্গলকোটে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সোহেল রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের (এটিও) লুৎফুর রহমান, ভার্ক লাকসাম এরিয়া সহকারী সমন্নয়কারী মোস্তাফিজুর রহমান মিলন, মিলন হোসাইন প্রমুখ।

আটোয়ারী (পঞ্চগড়) : পঞ্চগড়ের আটোয়ারীতে র‌্যালি আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা। বক্তব্য দেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো. শাহাজাহান, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. হুমায়ুন কবীর, শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল লতিফ, ওসি মো. আব্দুর রাজ্জাক প্রমুখ।

পাথরঘাটা (বরগুনা) : বরগুনার পথরঘাটায় আলোচনা সভায় ইউএনও মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে বক্তব্য দেন পৌর মেয়র আনোয়ার হোসেন আকন, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার এম এ খালেক, ওসি (তদন্ত) সাইদুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি মির্জা শহিদুল ইসলাম খালেদ, সম্পাদক জাকির হোসেন খান, গোলাম মোস্তফা চৌধুরী, আমিনুল ইসলাম সোহাগ, মো. অরিবিন্দ দাস প্রমুখ।

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এ ডব্লিউ এম রায়হান সভাপতিত্বে বক্তব্য দেন উপ বিভাগীয় পানি উন্নয়ন বোর্ডে প্রকল্প পরিচালক নকিবুজ্জামান, উপজেলা প্রকৌশলী ইসমাইল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রমুখ।

রাজৈর (মাদারীপুর) : মাদারীপরের রাজৈরে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সোহানা নাসরিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পানি কর্মকর্তা ডাক্তার দেবো কুমার সাহা, বাজিতপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম হাওলাদার, কবিরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান টিপু প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close