রংপুর ব্যুরো

  ১২ এপ্রিল, ২০১৯

নাগরিক সুবিধায় এগিয়ে পীরগাছার পারুল ইউপি

রংপুরের পীরগাছা উপজেলার ২নং পারুল ইউনিয়নে টানা চতুর্থ বারের মত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন মো. আবুল কালাম আজাদ খাঁন। সর্বশেষ নির্বাচনে তিনি নৌকা প্রতিকে জয়লাভ করেন। ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত করতে এবার আঁটসাঁট বেধে নেমেছেন তিনি। গত বুধবার দুপুরে প্রতিদিনের সংবাদ ব্যুরো প্রতিনিধির সঙ্গে একান্ত আলাপচারিতায় এলাকার বিভিন্ন বিষয়ে সফলতার কথা বলেন চেয়ারম্যান আজাদ। ইউপির প্রায় ৩৩ হাজার নাগরিকের স্বাস্থ্য, শিক্ষা, বাল্য বিবাহ, স্যানিটেশন, ফ্যামিলি প্ল্যানিং, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, চোর ও মাদক মুক্ত করার কথা বলেন তিনি। তিনি আরো বলেন, পারুল ইউপি চেয়ারম্যন হিসেবে আমাকে বিভিন্ন কার্যক্রম মনিটরিং করে কর্তৃপক্ষ ইতোমধ্যে তাকে দেশের ২ নং চেয়ারম্যান হিসেবে ঘোষনা করেন। প্রধানমন্ত্রীর উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ প্রদান করে তিনি শতভাগ বিদ্যুতায়িত করেছেন তার ইউনিয়ন পরিষদের প্রতিটি পরিবারকে। উপজেলা আ.লীগের আস্থাভাজন কালাম খাঁন বলেন, নানা মুখি উন্নয়নের পাশাপাশি এবার পারুল ইউপিকে ভিক্ষুকমুক্ত করা হবে। এজন্য তিনি পরিকল্পনানুযায়ী কাজ করে সফলতার মুখ দেখছেন। জমি আছে বাড়ি নাই প্রকল্পের অধিনে গৃহহারা পরিবারের মাঝে ৬০টি ঘর প্রদান করে ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছেন।

চলতি অর্থ বছরের জুলাই মাসের শুরুতে এ ইউপিকে মডেল হিসাবে ঘোষনা করা হবে জানিয়ে তিনি জানান, হোল্ডিং নাম্বার প্রদানের মধ্য দিয়ে ট্যাক্স আদায় করে এগিয়ে নেওয়া হচ্ছে পরিষদের কার্যক্রম। এছাড়াও কেয়ার ফাস্ট হওয়ায় ইউপি সংস্কারের জন্য তিনি ২৮ লাখ টাকা ও ৭ কি.মি. রাস্তা পাকা করণের কাজ পান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close