চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

  ১০ এপ্রিল, ২০১৯

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় সীমান্ত থেকে ৩টি ওয়ান শুটারগান, ২টি ইউএসএ পিস্তল, ৩টি ম্যাগজিন, ১৩ রাউন্ড গুলি ও ২৯৮ বোতল ফেনসিডিলসহ একটি মিশুক উদ্ধার করেছে বিজিবি। গত সোমবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১১টার দিকে ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এসএম সালাহউদ্দিন, পিবিজিএমের নেতৃত্বে ২০ সদস্যের একটি টহল দল সীমান্ত পিলার ১৮৬/৪-এস এর খানিয়াদিঘী এলাকায় অবস্থান নেয়। পরে রাত সোয়া ১টার দিকে ভারতের সীমান্তের দিক থেকে একটি মিশুক বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। টহল দল ওই মিশুকটিকে চ্যালেঞ্জ করলে গাড়িতে থাকা চোরাকারবারীরা টহল দলের ওপর ২-৩ রাউন্ড গুলিবর্ষণ করে। জবাবে টহল দলও চোরাকারবারীদের উপর ৭ রাউন্ড গুলি ফায়ার করে। একপর্যায়ে চোরাকারবারীরা ভারতের দিকে পালিয়ে যায়। পরে মিশুক তল্লাশি করে ৩টি ওয়ান শুটারগান, ২টি ইউএসএ পিস্তল, ৩টি ম্যাগজিন, ১৩ রাউন্ড গুলি ও ২৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close