বেনাপোল (যশোর) প্রতিনিধি

  ১০ এপ্রিল, ২০১৯

শার্শায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

‘টেকসই উন্নয়নে চাই-টেকসই প্রযুক্তি’ এই স্লোগানকে সামনে রেখে যশোরের শার্শায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।

ইউএনও পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন, উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌসুমী জেরিন কান্তা, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাসান হাফিজুর রহমান চৌধুরী, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রব, কৃষি অফিসার সৌতম কুমার শীল, নির্বাচন অফিসার কামরুজ্জামান, বিআরডিবি অফিসার বিল্লাল হোসেন প্রমুখ। মেলায় বিভিন্ন ইউনিয়নের স্কুল কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা ২১টি স্টলে তাদের উদ্ভাবন প্রযুক্তি প্রদর্শন করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close