রাঙামাটি প্রতিনিধি

  ১০ এপ্রিল, ২০১৯

বিজু-সাংগ্রাইং-বৈসুক বিষু-বিহু-সাংক্রান উপলক্ষে র‌্যালি

‘জুম্ম সংস্কৃতি সংরক্ষণ ও অধিকার নিশ্চিতকরণে ঐক্যবদ্ধ হোন’ শ্লোগানে বিজু, সাংগ্রাইং, বৈসুক, বিষু, বিহু, সাংক্রান উপলক্ষে রাঙামাটিতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিজু, সাংগ্রাইং, বৈসুক, বিষু, বিহু, সাংক্রান উদযাপন কমিটির উদ্যোগে পৌরসভা প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার।

এতে সভাপতিত্ব করেন বিজু, সাংগ্রাইং, বৈসুক, বিষু, বিহু, সাংক্রান উদযাপন কমিটির আহ্বায়ক প্রকৃতি রঞ্জন চাক্মা। এছাড়াও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামের সুশীল সমাজের বিশিষ্ট নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশাজীবি গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে শহরে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি পৌরসভা প্রাঙ্গণ হতে শুরু হয়ে শহরের প্রধান সড়ক এ উপলক্ষে নানা কর্মসূচির মধ্যে রয়েছে মঙ্গলবার বিকেলে ভাষা, শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও কবিতাপাঠ, আজ (বুধবার) বিকেলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বৃহস্পতিবার ঐতিহ্যবাহী বলীখেলা, শুক্রবার সকালে ফুল ভাসানো অনুষ্ঠান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close