পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

  ০৯ এপ্রিল, ২০১৯

পাংশায় ইভটিজিং করায় ৩ কলেজ ছাত্রের জেল

রাজাড়ীর পাংশা উপজেলার কশবামাজাইল এএইচ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির এক ছাত্রীকে ইভটিজিং করার দায়ে পাংশা সরকারি কলেজের ৩ ছাত্রকে গ্রেফতার করেছেন পুলিশ। গত রোববার সন্ধ্যায় তাদেরকে গ্রেফতার করা হয়। পরে তাদেরকে রাজবাড়ী জেল হাজতে পাঠানোর খবার নিশ্চিত করেছেন কশবামাজাইল ক্যাম্প পুলিশ।

গ্রেফতারকৃতরা হচ্ছে পাংশা উপজেলার কশবামাজাইল ইউপির নটাভাঙ্গা গ্রামের সদর আলী মন্ডলের আলহাজ্ব (১৭), আমজাদ আলীর ছেলে তুফান (১৮) ও সিদ্দিক মন্ডলের আল আমিন (১৬)।

সূত্র জানায়, প্রতিদিনের মতো স্কুলছাত্রী গত শনিবার বিদ্যালয় আসেন। এসময় অভিযুক্ত ছাত্ররা স্কুল এসে প্রেম নিবেদন করার কথা বলে ছাত্রীর গায়ে হাত দেয়। এ ঘটনার পরের দিন ছাত্রীর পিতা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close