প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৬ মার্চ, ২০১৯

উপজেলা পরিষদ নির্বাচন

তৃতীয় ধাপে নির্বাচিত যারা

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপ গত ২৪ মার্চ রোববার সম্পন্ন হয়েছে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছাড়াও স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। প্রতিনিধিদের পাঠান খবর :

গোপালগঞ্জ-মুকসুদপুর-কোটালীপাড়া : জেলার ৫ উপজেলায় আওয়ামী লীগ থেকে প্রার্থী না দেওয়ায় স্বতন্ত্র প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তবে নির্বাচিতরা সবাই আ.লীগ নেতাকর্মী। সদর উপজেলায় শেখ লুৎফার রহমান বাচ্চু (দোয়াত কলম) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

টুঙ্গিপাড়া উপজেলায় সোলায়মান বিশ্বাস (আনারস) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এদিকে অসিম বিশ্বাস (বৈদ্যুতিক বাল্ব) পুরুষ ভাইস চেয়ারম্যান ও সোফিদা আক্তার জোনাকী (ফুটবল) মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

কাশিয়ানী উপজেলায় সুব্রত ঠাকুর (টেলিফোন) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এদিকে খাজা নেওয়াজ (তালা) পুরুষ ভাইস চেয়ারম্যান ও সোহাগী রহমান মুক্তা (পদ্মফুল) মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এদিকে মুকসুদপুর উপজেলা প্রতিনিধি জানান, মুকসুদপুর উপজেলায় কাবির মিয়া (আনারস) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে রবিউল ইসলাম মোল্লা (টিউবওয়েল) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তাপসী বিশ্বাস দুর্গা নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি জানান, গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী বিমল কৃষ্ণ বিশ্বাস (দোয়াত-কলম) নির্বাচিত হয়েছেন। এদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আব্দুল খালেক হাওলাদার (চশমা) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে লক্ষ্মী সরকার (প্রজাপতি) পুনরায় নির্বাচিত হয়েছেন।

নরসিংদী : নরসিংদীতে ছয়টি উপজেলার মাঝে পলাশ উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সদর উপজেলায় ৩১ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।

শিবপুর উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আ.লীগ প্রার্থী হারুনুর রশিদ খান (নৌকা)। এদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে শরীফ সারোয়ার জুয়েল (চশমা) ও মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া (ফুটবল) বিজয়ী হয়েছেন।

মনোহরদী উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আ.লীগ প্রার্থী সাইফুল ইসলাম খাঁন বীরু (নৌকা)। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে এম এস ইকবাল আহমেদ (তালা) ও মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবি (প্রজাপতি) নির্বাচিত হয়েছেন।

বেলাব উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আ.লীগের সভাপতি শমসের জামান ভূঁইয়া রিটন (নৌকা)। এদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনিরুজ্জামান জাহাঙ্গীর (চশমা) ও মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা (প্রজাপতি) নির্বাচিত হয়েছেন।

রায়পুরা উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন উপজেলা আ.লীগ সম্পাদক আবদুস সাদেক (আনারস)। এদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে হাজী আব্দুল মোমেন (চশমা) ও মহিলা ভাইস চেয়ারম্যান তাজ তাহমিনা মানিক (হাঁস) নির্বাচিত হয়েছেন।

কুষ্টিয়া : জেলার ৬টি উপজেলার সবগুলোতে ভোটগ্রহণ শেষে নৌকা প্রতীক প্রার্থীর বিজয় ঘোষণা করা হয়েছে। রোববার রাত ১২টায় বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা কুষ্টিয়া অতিরিক্ত জেলা প্রশাসক আজাদ জাহান।

ফলাফল অনুযায়ি দৌলতপুর উপজেলায় অ্যাড. এজাজ আহমেদ মামুন, মিরপুর উপজেলায় কামারুল আরেফিন, ভেড়ামারা উপজেলায় আকতারুজ্জামান মিঠু, সদর উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আতাউর রহমান আতা, কুমারখালী উপজেলায় আব্দুল মান্নান এবং খোকসা উপজেলায় সদর উদ্দিন খান উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

চুয়াডাঙ্গা : জেলার ৪ টি উপজেলার একটিতে নৌকা এবং বাকি তিনটিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। সদর উপজেলায় আ.লীগের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস (নৌকা) পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে গরীব রুহানি মাসুম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন সাহাজাদী মিলি।

এদিকে আলমডাঙ্গা উপজেলা প্রতিনিধি জানান, জেলার আলমডাঙ্গা উপজেলায় স্বতন্ত্র প্রার্থী আয়ুব আলী (আনারস) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে সালমুন আহমেদ ডন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কাজী নিতু নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া দামুড়হুদা উপজেলা প্রতিনিধি জানান, জেলার দামুড়হুদা উপজেলায় স্বতন্ত্র প্রার্থী চুয়াডাঙ্গা-২ আসনের এমপি হাজী আলী আজগার টগরের ভাই আলী মুনসুর বাবু (আনারস) বিজয়ী হয়েছেন। এদিকে পদে ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাহিদা খাতুন নির্বাচিত হয়েছেন।

অপর দিকে জীবননগর উপজেলা প্রতিনিধি জানান, জেলার জীবননগর উপজেলায় স্বতন্ত্র প্রার্থী হাফিজুর রহমান (কাপ-পিরিচ) বিজয়ী হয়েছেন। এদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান ঈসা ও মহিলা ভাইস চেয়ারম্যান লাকি নির্বাচিত হয়েছেন।

সিংগাইর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইরে উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমান খান হান্নান (আনারস) বিজয়ী হয়েছেন। এ দিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে রবিউল আলম উজ্জ্বল (বৈদ্যুতিক বাল্ব) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শারমিন আক্তার (ফুটবল) নির্বাচিত হয়েছেন। ইউএনও রাহেলা রহমত উল্লাহ্ গত রোববার রাতে ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষণা করেন।

পাংশা-গোয়ালন্দ (রাজবাড়ী) : রাজবাড়ীর পাংশা উপজেলায় স্বতন্ত্র প্রার্থী ফরিদ হাসান ওদুদ মন্ডল (আনারস) দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান আবু জালাল বিশ্বাস (উড়োজাহাজ) ও মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া খাতুন (হাঁস) নির্বাচিত হয়েছেন।

এদিকে গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি জানান, জেলার গোয়ালন্দ উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা জাতীয় পার্টির সভাপতি হামিদুল হক বাবলু তার প্রার্থিতা প্রত্যাহার করায় আ.লীগ প্রার্থী মো. নুরুল ইসলাম (নৌকা) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এদিকে ৭ পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থীর স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান চৌধুরী (টিয়া পাখি) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মোছা. নার্গিস পারভীন (ফুটবল) বিজয়ী হয়েছেন।

কালিয়াকৈর (গাজীপুর) : গাজীপুরের কালিয়াকৈরে চেয়ারম্যান পদে আ.লীগ দলীয় স্বতন্ত্র প্রার্থী উপজেলা আ.লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান মো. কামাল উদ্দিন সিকদার নির্বাচিত হয়েছেন। অপরদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে জেলা আ.লীগের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম আহম্মেদ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. জায়দা নাসরিন (ফুটবল) নির্বাচিত হয়েছেন।

শালিখা (মাগুরা) : মাগুরার শালিখায় উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী অ্যাড. কামাল হোসেন (দোয়াত কলম) বিজয়ী হয়েছেন। এদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম (টিউবওয়েল), মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা (ফুটবল) নির্বাচিত হয়েছেন।

রাজৈর (মাদারীপুর) : মাদারীপুরের রাজৈর উপজেলায় আ.লীগ মনোনীত প্রার্থী এমএ মোতালেব মিয়া চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। পুরুষ ভাইচ চেয়ারম্যান পদে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ ফজলুল হক বাবুল (তালা) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেলা মহিলা আ.লীগের যুগ্ম আহ্বায়ক সেলিনা মোস্তফা (ফুটবল) নির্বাচিত হয়েছেন।

সাতক্ষীরা : সাতক্ষীরার কলারোয়া উপজেলা আ.লীগ সভাপতি বর্তমান চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সংগঠনের উপজেলা সম্পাদক মো. আমিনুল ইসলাম লাল্টু। এ ছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে কাজী আসাদুজ্জামান শাহাজাদা (উড়োজাহাজ) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শাহানাজ নাজনীন খুকু (হাঁস) বিজয়ী হয়েছেন।

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে স্বতন্ত্র প্রার্থী জেলা আ.লীগ সদস্য এডিএম শহিদুল ইসলাম চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। এ ছাড়াও ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক জুয়েল আকন্দ (উড়োজাহাজ) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জাহানারা বেগম জলি (কলস) নির্বাচিত হয়েছেন।

মহম্মদপুর (মাগুরা) : মাগুরার মহম্মদপুরে আ.লীগ দলীয় স্বতন্ত্র প্রার্থী আবু আব্দুল্লাহেল কাফি (দোয়াত-কলম) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ ছাড়া মো. বরকত আলী (চশমা) ভাইস চেয়ারম্যান ও মোছা. বেবী নাজনীন (হাঁস) মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close