প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৬ মার্চ, ২০১৯

জাতীয় গণহত্যা দিবস

শ্রদ্ধা-ভালোবাসায় শহীদদের স্মরণ

২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস। ৭১-এর এই রাতে বাঙালি জাতির জীবনে এক বিভীষিকাময় কালরাত নেমে আসে। বর্বর পাকিস্তানি বাহিনী বাঙালির কণ্ঠ নিস্তব্ধ করার চক্রান্তে মেতে ওঠেছিল। হত্যাযজ্ঞের মধ্য দিয়ে তারা রচনা করেছিল জঘন্যতম ইতিহাস। গণহত্যার স্মৃতিচারণসহ গতকাল সোমবার দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী, গণহত্যা ও মুক্তিযুদ্ধবিষয়ক গীতিনাট্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান, শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, বদ্ধভূমিতে পুষ্পস্তবক অর্পণ, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর :

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ গণহত্যা অনুসন্ধান কমিটির উদ্যোগে পথসভায় বক্তব্য দেন জেলা জাসদ সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল হাই তালুকদার, জেলা আ.লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল খান, মুক্তিযোদ্ধা সুকুমার চন্দ্র দাস, জেলা গণহত্যা অনুসন্ধান কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম ছড়াকার, মুক্তিযোদ্ধা ফজলুল হক খান প্রমুখ।

ঝালকাঠি : ঝালকাঠিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হামিদুল হক, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, স্থানীয় সরকার শাখার উপপরিচালক দেলোয়ার হোসেন মাতুব্বর ও সিভিল সার্জন ডাক্তার শ্যামল কৃষ্ণ হাওলাদার। গণহত্যার স্মৃতিচারণ করেন মুক্তিযোদ্ধা মো. শহীদ ইমাম।

পটুয়াখালী-মির্জাগঞ্জ-গলাচিপা : পটুয়াখালীতে দিবসটি উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী।

এদিকে মির্জাগঞ্জ প্রতিনিধি জানান, মির্জাগঞ্জে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও আবদুল্লাহ আল জাকী। উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের সমন্বয়ক মো. আল আমীনের সঞ্চালনায় বক্তব্য দেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রমজান আলী সিকদার, আবদুল আজিজ মল্লিক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী হাওলাদার প্রমুখ।

এদিকে গলাচিপা প্রতিনিধি জানান, গলাচিপায় আলোচনা সভায় ইউএনও শাহ্ মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী মো.আতিকুর রহমান, কৃষি কর্মকর্তা এ আর এম সাইফুল্লাহ, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুব রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান, প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন, উপজেলা আ.লীগের সম্পাদক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো প্রমুখ।

নওগাঁ-আত্রাই : নওগাঁয় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান। বক্তব্য দেন এসপি মো. ইকবাল হোসেন, ইউএনও আবদুল্লাহ আল মামুন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. শরিফুল ইসলাম খান, জেলা শিক্ষা কর্মকর্তা মো. মোবারুল ইসলাম প্রমুখ।

এদিকে আত্রাই প্রতিনিধি জানান, আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে রেলওয়ে স্টেশন গণকবরে পুষ্পস্তবক অর্পণ শেষে বক্তব্য দেন ইউএনও মো. ছানাউল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফজলুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সাজেদুর রহমান দুদু, আখতারুজ্জামান, প্রভাসক দ্বীন মোহাম্মদ প্রমুখ।

হবিগঞ্জ : হবিগঞ্জে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির। জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদের সভাপতিত্বে ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা লিসার পরিচালনায় সভায় বক্তব্য দেন এডিসি (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কদ্দুছ আলী সরকার, হবিগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. সফিউল আলম, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী প্রমুখ।

ফুলবাড়ী-হিলি (দিনাজপুর) : দিনাজপুর ফুলবাড়ীতে আলোচনা সভায় ইউএনও মো. আবদুস সালাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার ইছার উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা এ টি এম হামীম আশরাফ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. হাসিনা ভূঁইয়া, প্রকৌশলী শহিদুজ্জামান প্রমুখ।

এদিকে হিলি প্রতিনিধি জানান, হিলিতে আলোচনা সভায় অধ্যক্ষ আওলাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রাফিউল আলম।

কয়রা (খুলনা) : খুলনার কয়রায় আলোচনা সভা ইউএনও শিমুল কুমার সাহার সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা এস এম মিজান মাহমুদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম সুলতান মাহমুদ, শিক্ষা কর্মকর্তা আবুল বাশার, সহকারী শিক্ষা কর্মকর্তা আবু খালিদ, ইসলামুল হক মিটু, নুর-ই এলাহী, প্রধান শিক্ষক বিকশ চন্দ্র মন্ডল প্রমুখ।

হাটহাজারী (চট্টগ্রাম) : চট্টগ্রামের হাটহাজারীতে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) সম্রাট খীসা। এতে প্রধান অতিথি ছিলেন ইউএনও মোহাম্মদ রুহুল আমীন। মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন মুহুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্যে দেন মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, আহমদ হোসেন খান, চবির শিক্ষক মোরশেদুল আলম, অধ্যাপক আবু সৈয়দ ও জহুর আহম্মদ কোম্পানী প্রমুখ।

ধুনট (বগুড়া) : বগুড়ার ধুনটে আলোচনা সভায় ইউএনও রাজিয়া সুলতানার সভাপতিত্বে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) জিনাত রেহেনা, উপজেলা আ.লীগের সভাপতি টি আই এম নুরুন্নবী তারিক, সহসভাপতি গোলাম সোবহান, পৌর মেয়র এ জি এম বাদশাহ্, ওসি ইসমাইল হোসেন, ইউপি চেয়ারম্যান লাল মিয়া, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাকসুদার রহমান হেলাল প্রমুখ।

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও সেঁজুতি ধর। বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ নাজমুল হাসান, মুক্তিযোদ্ধা আবদুল্লাহ সালেহ, পল্লী উন্নয়ন কর্মকর্তা ফরহাদ আহম্মদ আকন্দ, প্রধান শিক্ষক হাবিবুর রহমান, তথ্য সেবা কর্মকর্তা মৌরী আক্তার, সাংবাদিক তাসলিম কবির বাবু প্রমুখ।

বোদা-আটোয়ারী (পঞ্চগড়) : পঞ্চগড়ের বোদায় আলোচনা সভায় ইউএনও সৈয়দ মাহমুদ হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি ও পৌর মেয়র অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা, উপজেলা চেয়ারম্যান অধ্যাপক ফারুক আলম টবি, ওসি আবু হায়দার মো. আশরাফুজ্জমান, মুক্তিযোদ্ধা অধ্যাপক আবদুর রহমান, আবুল কাশেম, অধ্যক্ষ আশরাফুল আলম লিটন প্রমুখ।

এদিকে আটোয়ারী প্রতিনিধি জানান, আটোয়ারীতে দিবসটি উপলক্ষে আলোচনা সভায় ইউএনও শারমিন সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মো. আবদুর রহমান। বক্তব্য দেন নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সম্পাদক মো. তৌহিদুল ইসলাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. লুৎফর রহমান, ওসি আবদুর রাজ্জাক, কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, রমজান আলী প্রমুখ।

ফুলগাজী (ফেনী) : ফেনীর ফুলগাজীতে দিবসটি উপলক্ষে কাবাডি প্রতিযোগিতার ফাইনাল এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ওসি মো. কুতুব উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউএনও মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, জাসদ সভাপতি আবুল খায়ের, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এনামুল হক প্রমুখ।

মুরাদনগর (কুমিল্লা) : কুমিল্লার মুরাদনগরে আলোচনা সভায় ইউএনও মিতু মরিয়মের সভাপতিত্বে ও সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রায়হান মেহবুব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীনূর বশির, কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কামরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম তালুকদার প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close