শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

  ২৫ মার্চ, ২০১৯

শাজাহানপুরে প্রশাসন বির্বাক

টিফিনের টাকা বাঁচিয়ে জুয়ার টিকিট ক্রয়!

বগুড়ার শাজাহানপুর উপজেলার সর্বত্র ছড়িয়ে পড়েছে জেলা আন্তর্জাতিক বানিজ্য মেলার ‘দৈনিক স্বপ্ন ছোঁয়া র‌্যাফেল ড্র’র জুয়ার টিকিট বিক্রির ধুম। এতে ক্ষতিগ্রস্থ্য হচ্ছে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। প্রতিটি টিকিট ২০ টাকা মূল্যে বিক্রি করা হচ্ছে। প্রতিদিন শতশত উপজেলাবাসী টিকিট সংগ্রহ করছেন। এদিকে এ বিষয়ে প্রশাসনের কিছু করার নেই বলে জানিয়েছেন ইউএনও মোছা. ফুয়ারা খাতুন।

গতকাল রোববার উপজেলার মাঝিড়া বন্দরে টিকিট কিনতে আসা বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা জানায়, তারা টিফিনের টাকা বাঁচিয়ে প্রতিদিনই টিকিট সংগ্রহ করে। মোটর সাইকেল পাওয়ার আশায় টিকিট কিনছে তারা।

অটোরিক্সাচালক শিশু শ্রমিক রনি জানায়, সে সারাদিন রিক্সাচালিয়ে যে টাকা আয় করে সেখান থেকে প্রতিদিনই ৩ থেকে ৫ টি করে টিকিট ক্রয় করে।

ইউএনও মোছা. ফুয়ার খাতুন জানান, জেলা প্রশাসক স্যারের সঙ্গে কথা বলা হয়েছে। এ বিষয়ে আমাদের কিছু করণীয় নেই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close