হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

  ২২ মার্চ, ২০১৯

ইউএনওর হস্তক্ষেপে দুটি বাল্যবিবাহ বন্ধ

চট্টগ্রামের হাটহাজারীতে গত বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমীনের হস্তক্ষেপে দুইটি বাল্য বিবাহ বন্ধ করা হয়েছে।

জানা যায়, হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের খোশাল চৌধুরী বাড়ির আবু আহমেদের কন্যা স্থানীয় মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী নাহিদা সুলতানা ও মেখল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জসিম উদ্দিনের কন্যা দক্ষিণ মেখল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী শাহরিয়া সুলতানা জেকি নামের দুই শিক্ষার্থীকে বাল্য বিয়ে দেওয়ার চেষ্ঠা করেন পরিবারের লোকজন। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দুই ইউনিয়নে গিয়ে তাদের জন্ম সনদ দেখে বাল্য বিবাহ বন্ধ করে দেন।

ইউএনও জানান, দুই ইউনিয়নের পৃথক শিক্ষা প্রতিষ্ঠানের দুই শিক্ষার্থীকে পরিবারের লোকজন অপ্রাপ্ত বয়সে বিয়ে দেওয়ার চেষ্টা করেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারের সহায়তায় সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। অভিভাবকরা জন্ম সনদ কাটাকাটি করে বয়স বাড়ানোর চেষ্টা করেন। পরে অনলাইনে চেক করলে সেটি ধরা পড়লে এ বাল্য বিবাহ বন্ধ করে দেওয়া হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close