এমএ মাসুদ, গাইবান্ধা (সুন্দরগঞ্জ)

  ২২ মার্চ, ২০১৯

সড়ক দুর্ঘটনায় দুই স্কুলছাত্রীর মৃত্যু

সুন্দরগঞ্জে চালককে গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন

গাইবান্ধার সুন্দরগঞ্জে সুমি আক্তার নামে স্কুল ছাত্রীকে ট্রাক চাপায় হত্যার প্রতিবাদ এবং চালককে গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার ছাইতানতলা বাজারে স্থানীয় ব্লাড ডোনার ক্লাব ও সেভ দ্য রোড নামে দুইটি স্বেচ্ছাসেবি সংগঠনের যৌথ উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

স্থানিয় সূত্রে জানান যায়, গত বুধবার পৃথক সড়ক দুর্ঘটনায় সুমি আক্তার (১৫) নামে ৮ম শ্রেণির ছাত্রী ও ববিতা রাণী (৬) নামে প্রথম শ্রেণির আর এক ছাত্রী নিহত হয়। এর প্রতিবাদে বৃহস্পতিবার সুন্দরগঞ্জ-রংপুর আঞ্চলিক মহাসড়কের পাশে মানববন্ধন করে স্থানিয়রা। এতে বক্তব্য দেন সাহিত্যিক কঙ্কন সরকার, সৈয়দ বশির আঞ্জুম, সেভ দ্য রোডের আহ্বায়ক কবি, সাহিত্যিক ও সাংবাদিক সুদীপ্ত শামীম। আন্দোলনে সঙ্গে একাত্মতা জানিয়ে বক্তব্য দেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও ন্যাশনাল সার্ভিস যুব কল্যাণ সমিতির সম্পাদক সুরজিত সরকার রাঙ্গা।

ইউএনও মো. সোলেমান আলী জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ২ শিক্ষার্থীর পরিবারকে ১০ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close