ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ২১ মার্চ, ২০১৯

ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ে দায়ে আমিনুল ইসলাম (২৬) নামের এক বখাটেকে এক বছরের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার রাত ১০টার দিকে এ রায় দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মোহাম্মদ শামছুজ্জামান।

জানা গেছে, উপজেলার মোগড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ওই শিক্ষার্থী স্কুল শেষে মঙ্গলবার বিকালে বাড়িতে ফিরছিলো। পথিমধ্যে উপজেলার টানোয়াপাড়া জমশিদ মিয়ার ছেলে আমিনুল ইসলাম ওই ছাত্রীর পথরোধ করে উত্যক্ত করে। পরে শিক্ষার্থীর চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে এবং আমিনুল ইসলামকে আটক করে পুলিশে সোর্পদ করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসে আমিনুল ইসলামকে ১ বছরের সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ইউএনও মোহাম্মদ শামছুজ্জামান বলেন, আখাউড়ায় মাদক ও ইভটিজিং করা চলবে না। এসব কাজ করা হলে ভবিষ্যতে আরও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close