রাজশাহী ব্যুরো

  ২১ মার্চ, ২০১৯

রাজশাহীতে জাল টাকাসহ আটক ৪

রাজশাহীতে জাল টাকা চক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে জাল ৮ লাখ টাকা। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল গত মঙ্গলবার রাতে কাটাখালি থানার দেওয়ানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলেন জনি হাসান (২৪), জনি আলী (২২), ইনসান মিয়া (২২) ও সুমন রানা (২৪)।

আটককৃতরা ১ লাখ জাল টাকা ১০ হাজারে বিক্রি করতো। যার অধিকাংশই মাদকদ্রব্য কেনা বেচার ব্যবহার করা হতো বলে আটককৃতরা স্বীকারোক্তি দিয়েছে। গতকাল বুধবার সকাল ১১টার দিকে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

ডিবি পুলিশের উপ-কমিশনার আবু আহাম্মদ আল মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানের সময় তারা নোটগুলো বিক্রির জন্য একটি ফিলিং স্টেশনের সামনে অপেক্ষা করছিলেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সুমনের দোতলা বাড়ির নিচতলা থেকে জাল নোট তৈরির প্রিন্টার ও কাগজসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close