বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

  ১৯ মার্চ, ২০১৯

বিজয়নগরে সংঘর্ষের ঘটনায় ৩ জনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গত ১২ মার্চ মাটি কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল পর্যন্ত ৩জন মারা গেছেন। সংঘর্ষে উপজেলার চান্দুরা ইউনিয়নের মিরপুর গ্রামের দুই পক্ষের অতন্ত ২০জন আহত হয়। তারা সবাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এর মধ্যে গত শনিবার (১৬ মার্চ) রাত ১১টার দিকে চান্দুরা ইউনিয়নের মিরপুর গ্রামের হাজি আলা বক্সের ছেলে কালা মিয়া (৭০), রোববার (১৭ মার্চ) রাত সোয়া ১০টার দিকে একই এলাকার খোশ মিয়ার ছেলে মনসুর (২২) ও সোমবার (১৮ মার্চ) সকালে আল আমিনের ৩ মাসের গর্ববতী স্ত্রী নাসিমা (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক অলিউল্লাহ। তিনি জানান, চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা যাওয়ার বিষয়টি আমরা জানতে পেরেছি। তবে তাদের মারা যাওয়ার ডেথ সার্টিফিকেট হাতে এখনো আসেনি। ঘটনার পর উভয় পক্ষই মামলা দিয়েছিল। এখন এই ঘটনায় হত্যাকান্ডের মামলা হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েক বছর ধরে মাটির ব্যবসা নিয়ে মিরপুর গ্রামের চামুর গোষ্ঠীর প্রবাসী সোহেল মিয়ার সঙ্গে একই গ্রামের মোশল মিয়ার বিরোধ চলে আসছিল। কয়েকদিন আগে উপজেলার আব্দুল্লাহপুর গ্রামে মেশিন দিয়ে মাটি কাটার সময় মোশল মিয়া ও তার লোকজন মেশিনটি ভাঙচুর করে। এর জের ধরে গত ১২ মার্চ উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অতন্ত ২০ জন আহত হন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close