প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৮ মার্চ, ২০১৯

জাতির জনকের শততম জন্মদিন ও জাতীয় শিশু দিবস

শ্রদ্ধা-ভালোবাসায় বঙ্গবন্ধুকে স্মরণ

‘বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর জীবন করো রঙিন’ প্রতিপাদ্য সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। গতকাল রোববার দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, শিশু সমাবেশ, শোভাযাত্রা, আলোচনা সভা, রক্তদান, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাংকন, বক্তৃতা, গল্প বলা, রচনা প্রতিযোগিতা, নাটক, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, বঙ্গবন্ধুর জীবনী ও মুক্তিযোদ্ধুভিত্তিক পুস্তক প্রদর্শনী, ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, ভলিবল-হ্যান্ডবল প্রতিযোগিতা, পুরস্কার বিতরণীসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়। প্রতিনিধিদের পাঠানো খবর :

ঝিনাইদহ : ঝিনাইদহে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার হাসানুজ্জামান, এএসপি মিলু মিয়া বিশ্বাস, জেলা আ.লীগের সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, জেলা যুব মহিলা লীগের সম্পাদক অ্যাড. সালমা ইয়াসমিন প্রমুখ।

খাগড়াছড়ি : খাগড়াছড়িতে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, পার্বত্য জেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান খগেশ্বর ত্রিপুরা, জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, পুলিশ সুপার আহমার উজ্জামান, পৌর মেয়র রফিকুল আলম প্রমুখ।

মেহেরপুর : মেহেরপুরে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক মো. আতাউল গণির নেতৃত্বে র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক মো. আতাউল গণি, পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান পিপিএম, জেলা আ.লীগের সহসভাপতি আবদুস সামাদ বাবলু বিশ্বাস, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, বশির আহমেদ প্রমুখ।

ভোলা : ভোলায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, এসপি মোকতার হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, জেলা তথ্য অফিসার আহসান কবির, চেম্বার অব কমার্সের পরিচালক শফিকুল ইসলাম প্রমুখ।

কিশোরগঞ্জ : কিশোরগঞ্জে র‌্যালিতে উপস্থিত ছিলেন সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, জেলা পরিষদ চেয়ারম্যান জিল্লুর রহমান, জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, এসপি মাশরুকুর রহমান খালেদ বিপিএম, জেলা আ.লীগের সভাপতি অ্যাড. কামরুল আহসান শাহজাহান, সম্পাদক অ্যাড. এম এ আফজাল, পৌর মেয়র মাহমুদ পারভেজ, মুক্তিযোদ্ধা আসাদ উল্লাহ প্রমুখ।

লক্ষ্মীপুর-রামগঞ্জ : লক্ষ্মীপুরে আলোচনা সভায় এডিসি (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এসপি আ.স.ম মাহাতাব উদ্দিন, জেলা আ.লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু প্রমুখ।

এদিকে রামগঞ্জ প্রতিনিধি জানান, রামগঞ্জে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আ.লীগের সিনিয়র সহসভাপতি ড.আনোয়ার হোসেন খান এমপি। এতে সভাপতিত্ব করেন উপজেলা আ.লীগের সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আকম রুহুল আমিন এবং পরিচালনা করেন পৌর আ. লীগের সম্পাদক সাবেক মেয়র বেলাল আহমেদ।

কুড়িগ্রাম : কুড়িগ্রামে দিবসটি উপলক্ষে আনন্দ র‌্যালি উপস্থিত ছিলেন সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ, জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন, পুলিশ সুপার মেহেদুল করিম, জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আীল, জেলা আ.লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল প্রমুখ।

বগুড়া-আদমদীঘি : বগুড়ায় আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, এসপি আলী আশরাফ ভূঞা বিপিএম (বার), এডিসি (রাজস্ব) আলীমুন রাজিব, জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, জেলা আ.লীগের সম্পাদক মজিবর রহমান মজনু, যুগ্ম সম্পাদক রাগেবুল আহমান রিপু প্রমুখ।

এদিকে আদমদীঘি প্রতিনিধি জানান, আদমদীঘির সান্তাহার সরকারী কলেজে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী অধ্যাপক মাসুদুল হক। এত প্রধান অতিথির বক্তব্য দেন সান্তাহার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর প্রদীপ কুমার সাহা, বিশেষ অতিথির বক্তব্য দেন উপাধ্যক্ষ ডক্টর আবদুল ওহাব, শিক্ষক পরিষদের সম্পাদক সাজাজাদুর রহমান প্রমুখ।

ভোলা : জেলা আ.লীগের সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সদর উপজেলা চেয়ারম্যান ও আ.লীগের সভাপতি মোশারেফ হোসেন, জেলা পরিষদের প্যানেল নজরুল ইসলাম গোলাদার, জেলা আ.লীগের যুগ্ম-সম্পাদক জহিরুল ইসলাম নকীব, এনামুল হক আরজু, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. শফিকুল ইসলাম, সদরের ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ, মহিলা আ.লীগের সম্পাদক অধ্যক্ষ শাফিয়া খাতুন, সদর উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মো. আজিজুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মো. সিরাজুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক মো. জাকির তালুকদার প্রমুখ।

ব্রাহ্মণবাড়িয়া : জেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালিতে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান, পুলিশ সুপার আনোয়ার হোসেন খাঁন, পৌর মেয়র মিসেস নায়ার কবির। পরে পুুষ্প স্তবক অর্পণ শেষে স্থানীয় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জামালপুর-সরিষাবাড়ী-ইসলামপুর-বকশীগঞ্জ : জেলা প্রশাসক আহমেদ কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জামালপুর-৫ আসনের এমপি ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন সিআইপি। এতে বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, পুলিশ সুপার দেলোয়ার হোসেন পিপিএম, আ.লীগের সভাপতি অ্যাড. মুহাম্মদ বাকী বিল্লাহ, সিভিল সার্জন গৌতম রায়, জেলা পরিষদের প্রধান নির্বাহী খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, এডিসি (সার্বিক) রাজীব কুমার সরকার, পৌর মেয়র মির্জা শাখাওয়াতুল আলম মনি ও জেসিসিআইয়ের সভাপতি মো. রেজাউল করিম রেজনু সিআইপি।

এদিকে সরিষাবাড়ী উপজেলা প্রতিনিধি জানান, জেলার সরিষাবাড়ীতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা বক্তব্য দেন ইউএনও সাইফুল ইসলাম, উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা, সম্পাদক উপাধ্যক্ষ হারুন-উর-রশিদ, জেলা আ.লীগের অর্থ সম্পাদক অ্যাড. আব্দুল্লাহ্, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জেলী আক্তার, জেলা পরিষদ সদস্য খোরশেদ আলম, মুক্তিযোদ্ধা এমএ লতিফ প্রমুখ।

এদিকে ইসলামপুর উপজেলা প্রতিনিধি জানান, জেলার ইসলামপুরে আলোচনা সভায় সরকারি ইসলামপুর কলেজের অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও মোহাম্মদ মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এসএম জামান আব্দুন নাসের বাবুল প্রমুখ।

এদিকে বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি জানান, জেলার বকশীগঞ্জে শিশু সমাবেশ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও (ভারপ্রাপ্ত) সাঈদা পারভীন। প্রধান অতিথি ছিলেন সাবেকমন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এমপি।

ঝালকাঠি : জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি পরবর্তী আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মো. হামিদুল হক, পুলিশ সুপার জোবায়েদুর রহমান, আ.লীগ সভাপতি সরদার মো. শাহ আলম, সম্পাদক অ্যাড. খান সাইফুল্লাহ পনির, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

লালমনিরহাট : জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ, এডিসি (সার্বিক) মো. আমিনুর রহমান, পুলিশ সুপার এসএম রশিদুল হক, সদ্য পদন্নতি প্রাপ্ত পুলিশ সুপার এনএম নাসিরুদ্দিন, জেলা পরিষদ প্রশাসক আ.লীগের সম্পাদক এ্যাড. মতিয়ার রহমান, ক্যাপ্টেন অবসর আজিজুল হক বীর প্রতীক প্রমূখ।

মুন্সীগঞ্জ-সিরাজদিখান-শ্রীনগর : জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি অ্যাড. মৃণাল কান্তি দাস, জেলা প্রশাসক সায়লা ফারজানা, পুলিশ সুপার জায়েদুল আলম, সরকারি হরগঙ্গা কলজের অধ্যক্ষ আব্দুল হাই তালুকদার, অধ্যক্ষ গাজী মোহাম্মদ তাওহিদুজ্জামান, সিভিল সার্জন ডা. সুমন কুমার বণিক, জেলা ও দায়রা জজ আদালতের পিপি এ্যাড আব্দুল মতিন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু, সম্পাদক সাব্বির হোসেন জাকির প্রমুখ।

এদিকে সিরাজদিখান উপজেলা প্রতিনিধি জানান, সিরাজদিখানে অনুষ্ঠানে ইউএনও আশফিকুন নাহারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিনাত ফৌজিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম হেলেনা ইয়াসমিন, উপজেলা আ.লীগ সম্পাদক এসএম সোহরাব হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সুবোধ চন্দ্র রায়, প্রকৌশলী শোয়াইব বিন আজাদ, ওসি মো. ফরিদ উদ্দিন প্রমুখ।

এদিকে শ্রীনগর প্রতিনিধি জানান, মুন্সীঞ্জের শ্রীনগরে র‌্যালি শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব সেলিম আহমেদ ভূইয়া। বক্তব্য দেন শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান নূর¤œল আলম চৌধুরী, কেন্দ্রীয় আ.লীগের উপ কমিটির সাবেক সহসম্পাদক গোলাম সারোয়ার কবীর, উপজেলা আ.লীগের সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মো. তোফাজ্জল হোসেন প্রমুখ।

পঞ্চগড়-আটোয়ারী-বোদা : জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি পরবর্তী আলোচনা সভায় বক্তব্য দেন

জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, এডিসি মোহাম্মদ গোলাম আজম, পুলিশ সুপার গিয়াসউদ্দিন আহমদ, নব নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান আ.লীগের সম্পাদক আনোয়ার সাদাত স¤্রাট, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নিজামউদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা ইসমাঈল হোসেন প্রমূখ।

এদিকে আটোয়ারী উপজেলা প্রতিনিধি জানান, জেলার আটোয়ারীতে পৃথক কর্মসূচিতে ইউএনও শারমিন সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রহমান, নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও আ.লীগ সম্পাদক মো. তৌহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মীরা রাণী রায়, ওসি (তদন্ত) জয়ন্ত কুমার সাহা, উপজেলা একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজা প্রমুখ। অপরদিকে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. হুমায়ুন কবীরের সভাপতিত্বে বক্তব্য দেন মেডিকেল অফিসার ডা. মোসা. রওশন আরা বেগম, ডা. মো. আনিসুল ইসলাম, পরিসংখ্যানবিদ ধনেশ চন্দ্র বর্মন, প্রধান সহকারী নন্দন কুমার মিশ্র, কোষাধ্যক্ষ মকবুল হোসেন, এমটিইপিআই ইদ্রিস আলী প্রমুখ।

এদিকে বোদা উপজেলা প্রতিনিধি জানান, জেলার বোদায় অনুষ্ঠানে ইউএনও সৈয়দ মাহমুদ হাসানের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা আ.লীগের সভাপতি ও পৌর মেয়র অ্যাড. ওয়াহিদুজ্জামান সুজা, উপজেলা চেয়ারম্যান ও আ.লীগের সম্পাদক অধ্যাপক ফারুক আলম টবি, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান, অধ্যক্ষ আশরাফুল আলম লিটন, প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল প্রমুখ।

নরসিংদী-পলাশ: জেলা প্রশাসনের উদ্যোগে কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ পিপিএম, পৌর মেয়র কামরুজ্জামান কামরুল, কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ লেখক গবেষক ড. মশিউর রহমান মৃধা, জেলা মুক্তিযুদ্ধা কমান্ডার আব্দুল মোতালিব পাঠান, রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি হাজী সাত্তার প্রমুখ। এদিকে আ.লীগের উদ্যোগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন শহর আ.লীগের সভাপতি ও পৌর মেয়র কামরুজ্জামান কামরুল। সঞ্চালনা করেন সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু। উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সম্পাদক আলহাজ¦ আব্দুল মতিন ভুইয়া, সদর সভাপতি শফর আলী ভুইয়া, সাবেক অধ্যক্ষ বাবু সুর্য্যকান্তি দাস, হিন্দু-বৌদ্ধ ঐক্যপরিষদের সভাপতি বাবু অহিভূষন চক্রবর্তি, লেখক ও গবেষক আবুল কালাম আজাদ, পৌরসভা নির্বাহী প্রকৌশলী তারিকুল ইসলাম ভুইয়া প্রমুখ।

এদিকে পলাশ উপজেলা প্রতিনিধি জানান, উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা পরিষদের সহযোগিতায় অনুষ্ঠিত র‌্যালি পরবর্তী আলোচনা সভায় বক্তব্য দেন ইউএনও রুমানা ইয়াসমিন, উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানা আলী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা খায়রুল আমীন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক মন্টু, পলাশ থানাা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ গোলাম মোস্তফা প্রমুখ।

নাটোর-বড়াইগ্রাম : নাটোরে দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ, জেলা পরিষদের চেয়ারম্যান সাজেদুর রহমান খান, এসপি সাইফুল্লাহ আল মামুন সহ সর্বস্তরের মানুষ। উপস্থিত ছিলেন সংসদ সদস্য রতœা আহমেদ, কেন্দ্রীয় ঘাতক দালাল নির্মূল কমিটির সম্পাদক কাজী মুকুল, সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান প্রমুখ।

এদিকে বড়াইগ্রাম প্রতিনিধি জানান, বড়াইগ্রামে আলোচনা সভায় ইউএনও আনোয়ার পারভেজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সভাপতি সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, উপজেলা আ.লীগের সভাপতি আব্দুল জলিল প্রামানিক, সম্পাদক অ্যাড. মিজানুর রহমান, ওসি দিলীপ কুমার দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতা, ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি প্রমুখ।

সিরাজগঞ্জ-শাহজাদপুর-বেলকুচি-কামারখন্দ- উল্লাপাড়া : সিরাজগঞ্জে বঙ্গবন্ধুর ভাস্কার্যে পুষ্পস্তবক অর্পন করেন জেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না। পরে আলোচনা সভায় জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকার সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা আ.লীগের সহসভাপতি আলহাজ্ব ইসাহাক আলী, অ্যাড. বিমল কুমার দাস প্রমুখ।

এদিকে শাহজাদপুর উপজেলা প্রতিনিধি জানান, শাহজাদপুরে র‌্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান। ইউএনও নাজমুল হুসেইন খাঁনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ এএম আব্দুল আজীজ, উপজেলা কৃষি অফিসার মনজু আলম সরকার, প্রকৌশলী আহম্মদ রফিক, শিক্ষা অফিসার ফজলুল হক, ওসি মো. খাজা গোলাম কিবরিয়া প্রমুখ।

এদিকে বেলকুচি উপজেলা প্রতিনিধি জানান, বেলকুচিতে দিবসটি উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও এস এম সাইফুর রহমান। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফসানা ইয়াছমিন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. অরুনংশু মন্ডল, আ.লীগ সভাপতি একেএম ইউসুফজী খাঁন, অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান প্রমুখ।

এদিকে কামারখন্দ উপজেলা প্রতিনিধি জানান, কামারখন্দে আলোচনা সভায় ইউএনও জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না। বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মতিন চৌধুরী, উপজেলা আ.লীগের সম্পাদক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন সেখ প্রমুখ।

এদিকে উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি জানান, জেলার উল্লাপাড়ায় ইউএনও (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুব হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্রধান অতিথি এমপি তানভীর ইমাম, উপজেলা চেয়ারম্যান এ্যাড. মারুফ বিন হাবিব প্রমুখ।

গাইবান্ধা-সুন্দরগঞ্জ-গোবিন্দগঞ্জ : গাইবান্ধায় আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তোফায়েল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আব্দুল মতিন, পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া, জেলা আ.লীগ সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, সিভিল সার্জন ডা. মো. আব্দুস শাকুর প্রমুখ।

এদিকে সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি জানান, জেলার সুন্দরগঞ্জে আলোচনা সভায় বক্তব্য দেন ইউএনও মো. সোলেমান আলী, উপজেলা আ.লীগের আহ্বায়ক টিআইএম মকবুল হোসেন প্রামাণিক, ওসি এসএম আব্দুস সোবহান, সাজেদুল ইসলাম ও রেজাউল আলম রেজা প্রমুখ।

অন্যদিকে গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি জানান, জেলার গোবিন্দগঞ্জে ইউএনও রামকৃষ্ণ বর্মনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আ.লীগের সম্পাদক পৌর মেয়র আতাউর রহমান সরকার। বক্তব্য দেন ওসি এ কে এম মেহেদী হাসান, অধ্যক্ষ বশির আহমেদ, অধ্যক্ষ আহসান হাবিব প্রিন্স, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম আজাদ, সহকারী অধ্যাপক ফিরোজ খানুন প্রমুখ।

পটুয়াখালী-কলাপাড়া-মির্জাগঞ্জ-রাঙ্গাবালী : পটুয়াখালীতে দিবসটি উপলক্ষে আলোচনা সভা সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনে উপ-পরিচালক মোহাম্মাদ মাহবুবুল আলম। প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মাদ মইনুল হাসান পিপিএম, পৌরমেয়র মহিউদ্দিন আহম্মেদ, জেলা আ.লীগের যুগ্ম সম্পাদক ভিপি আব্দুল মান্নান।

এদিকে কলাপাড়া উপজেলা প্রতিনিধি জানান, জেলার কলাপাড়ায় অনুষ্ঠানে বক্তব্য দেন সংসদ সদস্য অধ্যক্ষ মুহিব্বুর রহমান মহিব। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, ইউএনও মো. তানভীর রহমান, পৌর মেয়র বিপুল হাওলাদার, ওসি মনিরুল ইসলাম প্রমুখ।

অন্যদিকে মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধি জানান, মির্জাগঞ্জে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও আবদুল্লাহ্ আল জাকী। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্যে দেন, উপজেলা আ.লীগের আহ্বায়ক গাজী মো. আতহার উদ্দিন আহমেদ, যুগ্ন-সম্পাদক মো. ইউনুচ আলী সরদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল আজিজ মল্লিক, কাজী সাইফুদ্দিন ওয়ালীদ প্রমুখ।

এদিকে রাঙ্গাবালী উপজেলা প্রতিনিধি জানান, জেলার রাঙ্গাবালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত র র‌্যালি পরবর্তী আলোচনা সভায় বক্তব্য দেন ইউএনও মাশফাকুর রহমান, উপজেলা চেয়ারম্যান দেলোয়ার হোসেন, ওসি মিলন কৃষ্ণ মিত্র, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম সগীর, সহকারী শিক্ষা কর্মকর্তা কামাল হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ধীমেন মজুমদার, রাঙ্গাবালী প্রেসক্লাব সম্পাদক কামরুল হাসান প্রমুখ।

হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ-মাধবপুর-চুনারুঘাট : হবিগঞ্জে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সভাপতি অ্যাড. মো. আবু জাহির এমপি, জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ, পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ্য, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কদ্দুছ আলী সরকার, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আবু জাকের মোহাম্মদ সিকান্দার, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক সফিউল আলম, এডিসি (রাজস্ব) নুরুল ইসলাম, এডিসি (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী প্রমুখ।

এদিকে শায়েস্তাগঞ্জ উপজেলা প্রতিনিধি জানান, জেলার শায়েস্তাগঞ্জে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মো. ছালেক মিয়া। ইউএনও এসএম ফেরদৌস ইসলামের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জালাল আহমেদ এর সঞ্চলনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুজিবুর রহমান, ওসি মো. আনিসুর রহমান, উপাধ্যক্ষ আবু সিরাজ মো. মনিরুল ইসলাম, অধ্যক্ষ মো. জালাল উদ্দিন রুমি প্রমুখ।

অন্যদিকে মাধবপুর উপজেলা প্রতিনিধি জানান, জেলার মাধবপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের সময় উপস্থিত ছিলেন ইউএনও মল্লিকা দে, উপজেলা আ.লীগের সম্পাদক আলহাজ¦ আতিকুর রহমান, থানা কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী, মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মধু, ইউপি চেয়ারম্যান ফারুক পাঠান, স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইশতিয়াক মামুন, শিক্ষা কর্মকর্তা ছিদ্দিকুর রহমান প্রমুখ।

এদিকে চুনারুঘাট উপজেলা প্রতিনিধি জানান, জেলার চুনারুঘাটে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও মঈন উদ্দিন ইকবাল। সভা পরিচালনা করেন ফাহমিদা ইয়াছমিন। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মোস্তফা মোর্শেদ, উপজেলা আ.লীগের সভাপতি অ্যাড. এম. আকবর হোসাইন জিতু, ওসি কেএম আজমিরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শামছুল হক, শিক্ষা অফিসার মোহাম্মদ মাসুদ রানা, মুক্তিযোদ্ধ আব্দুল গাফফার প্রমুখ।

কুমিল্লা-নাঙ্গলকোট-মুরাদনগর : কুমিল্লায় দিবসটি উপলক্ষে ১লাখ রক্তদাতার তথ্য সংম্বলিত ‘ব্লাড লিংক কুমিল্লা’ নামে একটি অ্যাপসের উদ্বোধন করা হয়েছে। এর উদ্বোধন করেন সংসদ সদস্য ও মহানগর আ.লীগের সভাপতি মুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রাশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান প্রমুখ।

এদিকে নাঙ্গলকোট উপজেলা প্রতিনিধি জানান, জেলার নাঙ্গলকোটে আলোচনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার দেব দাস দেবের সভাপতিত্বে বক্তব্য দেন মেডিকেল অফিসার ডাক্তার আফম সামছুল আরিফিন, খায়ের মোহাম্মদ সোবহান অনীক, সাংবাদিক মাঈন উদ্দিন দুলাল, চিকিৎসা প্রযুক্তিবিদ মো. হাবিবুর রহমান, নিহার রঞ্জন সুত্রদর, প্রধান সহকারি জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য পরিদর্শক শাহজাহান, স্বাস্থ্য সহকারি সহিদুল্লাহ প্রমুখ।

অন্যদিকে মুরাদনগর উপজেলা প্রতিনিধি জানান, জেলার কুমিল্লার মুরাদনগরে ইউএনও মিতু মরিয়মের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) রায়হান মেহেবুব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীনুর বশীর, কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সম্পাদক পার্থ সারথী দত্ত, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম তালুকদার, শিক্ষা অফিসার শাহ্ ইকবাল মনসুর, রমেন কুমার সাহা প্রমুখ।

দোহার-কেরানীগঞ্জ- ধামরাই (ঢাকা) : ঢাকার দোহারে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, ইউএনও আফরোজা আক্তার রিবা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালমা খাতুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন, প্রাণী সম্পদ কর্মকর্তা মো. মিজানুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হিন্দোল বারী, জামাল উদ্দিন প্রমুখ।

এদিকে কেরানীগঞ্জ উপজেলা প্রতিনিধি জানান, জেলার কেরানীগঞ্জে দিবসটি উপলক্ষে নারীদের সেলাই প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হয়েছে। এর উদ্বোধন করেন কোন্ডা ইউপি চেয়ারম্যান ও বুড়িগঙ্গা কো অপারেটিভ সোসাইটি লিমিটেডের সভাপতি সাইদুর রহমান চৌধুরী ফারুক। উপস্থিত ছিলেন বুড়িগঙ্গা কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সম্পাদক ও ইউপি সদস্য কানিজ ফাতিমা হিমা, সোহেল রানা প্রমুখ।

এদিকে ধামরাই উপজেলা প্রতিনিধি জানান, জেলার ধামরাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় ইউএনও আবুল কালামের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আ.লীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের এমপি মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমেদ। এতে উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, সহকারি কমিশনার (ভূমি) মো. নাহিদ হাসান, থানা অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা, নবনির্বাচিত পুরুষ ভাইস-চেয়ারম্যান সিরাজ উদ্দিন ও মহিলা ভাইস-চেয়ারম্যান এ্যাডঃ সোহানা জেসমিন মুক্তা, উপজেলা শিক্ষা অফিসার কাজী রাশেদ মামুন প্রমুখ।

ভান্ডারিয়া- কাউখালী (পিরোজপুর) : পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি পরবর্তী আলোচনা সভায় উপস্থিত থাকেন ইউএনও নাজমুল আলম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহবুদ্দিন, সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জহিরল আলম, পিইও জালাল উদ্দিন খান, উপজেলা আ.লীগের সভাপতি মো. ফায়জুর রশিদ খসরু, সাংগঠনিক সম্পাদক শাহবুদ্দিন শাহ বাবুল, দপ্তর সম্পাদক আ. হালিম প্রমুখ।

এদিকে কাউখালী উপজেলা প্রতিনিধি জানান, জেলার কাউখালীতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খোন্দকার জসিম আহামেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও ইসরাত জাহান। বক্তব্য দেন ওসি কামরুজ্জামান তালুকদার, উপজেলা আ.লীগের সহসভাপতি শাহ্ মোহাম্মদ কাইউম, যুগ্ন সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, সাবেক সভাপতি অ্যাড. এ কে এম আব্দুস শহীদ প্রমুখ।

দুর্গাপুর (নেত্রকোনা) : নেত্রকোনার দুর্গাপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ পরবর্তীতে ইউএনও মোহাম্মাদ তোফায়েল আহাম্মদের সভাপতিত্বে আলোচনা সভা, চিত্রাংকন ও বঙ্গবন্ধুর ভাষণের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পাঁচবিবি (জয়পুরহাট) : জয়পুরহাটের পাঁচবিচবিতে অনুষ্ঠিত আলোচনা সভায় ইউএনও রাজিবুল আলমের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মুনিরুল শহীদ মুন্না, থানা অফিসার্স ইনচাজ বজলার রহমান, পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাইছার রহমান মন্ডল, ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন, প্যানেল মেয়র নূর হোসেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব প্রমুখ।

আমতলী-বেতাগী (বরগুনা) : বরগুনার আমতলীতে র‌্যালি পরবর্তীতে ইউএনও মো. সরোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ও আ.লীগ সভাপতি জিএম দেলওয়ার হোসেন, উপজেলা সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান, ভাইস চেয়ারম্যান মো. মজিবর রহমান, সহকারী কমিশনার (ভূমি) কমলেশ মজুমদার, ওসি আলাউদ্দিন মিলন, উপজেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম শাহজাদা আকন ও পৌর সম্পাদক কাউন্সিলর জিএম মুছা প্রমুখ।

এদিকে বেতাগী উপজেলা প্রতিনিধি জানান, বেতাগীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন ইউএনও মো. রাজীব আহসান, আ.লীগের সম্পাদক মো. মাকসুদুর রহমান ফোরকান, পৌর আ.লীগের সভাপতি বাবুল আখতার, যুগ্ন সম্পাদক মো. আমিরুল ইসলাম পিন্টু, অধ্যক্ষ মো. নুরুল আমীন, ওসি মো. কামরুজ্জামান মিয়া প্রমুখ।

ফুলগাজী (ফেনী) : ফেনীর ফুলগাজীতে উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আ.লীগের সম্পাদক আবদুল আলিম মজুমদার, ইউএনও মো. সাইফুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) মোছাম্মৎ ছাবিনা ইয়াছমিন, থানার অফিসার ইনর্চাজ মো. কুতুব উদ্দিন, উপজেলা আ.লীগের সভাপতি হাজী জামাল উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার এনামুল হক প্রমুখ।

বাউফল (পটুয়াখালী) : পটুয়াখালীর বাউফলে ইউএনও পিজুস চন্দ্র দের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন সাবেক চীফ হুইপ ও জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আ.স.ম ফিরোজ এমপি। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান, এমপির এপিএস আনিচুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার রেজাউল করিম, সমবায় অফিসার কামরুল হাসানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী। অপরদিকে এমপি আ.স.ম ফিরোজের নেতৃত্বে উপজেলা আ.লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

ভূঞাপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের ভূঞাপুরে র‌্যালিতে অংশ নেন ইউএনও ঝোটন চন্দ, উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম অ্যাডভোকেট, পৌর মেয়র মাসুদুল হক মাসুদ, থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউর রহমান, ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বেবী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহনাজ পারভীন, মহিলা বিষয়ক কর্মকর্তা কণিকা মল্লিক, আ.লীগ নেতা মিনহাজ উদ্দিন প্রমুখ।

বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে আলোচনা সভায় বক্তব্য দেন ইউএনও মো. জাকির হোসেন, উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন, থানা অফিসার ইনচার্জ একেএম শামীম হাসান, উপজেলা আ.লীগের সম্পাদক শাহজাহান মীরদাহ্ পিকুল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম, অধ্যক্ষ শিরিনা হোসেন প্রমূখ।

দুর্গাপুর (রাজশাহী) : রাজশাহীর দুর্গাপুরে উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের এমপি সদস্য প্রফেসর ডাক্তার মনসুর রহমান। ইউএনও লিটন সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌর মেয়র তোফাজ্জল হোসেন, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল মোতালেব, উপজেলা স্বাস্থ্য ও পরিবারপরিকল্পনা কর্মকর্তা দেওয়ান নাজমুল আলম, নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, দুর্গাপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল আজিজ, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুর রব প্রমুখ।

ফকিরহাট (বাগেরহাট) : বাগেরহাটের ফকিরহাট উপজেলায় আলোচনা সভায় বক্তব্য দেন ইউএনও মোছা. শাহানাজ পারভীন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. দিলদার হোসেন, ফকিরহাট সহকারি কমিশনার (ভূমি) রহিমা সুলতানা বুশরা, মডেল থানার ওসি আবু জাহিদ শেখ, উপজেলা আ.লীগের সম্পাদক শিরিনা আক্তার কিসলু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসিম কুমার সমাদ্দার, কৃষি কর্মকর্তা নাছরুল মিল্লাত, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপু প্রমূখ। এছাড়া উপজেলার শুভদিয়া অবস্থিত শেখ হেলাল উদ্দীন ডিগ্রি কলেজে যথাযগ্য মর্যাদায় জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদ্যাপিত হয়েছে।

হালুয়াঘাট-ফুলপুর (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাটে র‌্যালি পরবর্তী আলোচনা সভায় বক্তব্য দেন ইউএনও জাকির হোসেন, উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ খান, পৌর মেয়র খায়রুল আলম ভূঞা, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুর রশিদ, সহকারী কমিশনার (ভূমি) লুৎফর নাহার প্রমুখ।

এদিকে ফুলপুর প্রতিনিধি জানান, ফুলপুরে র‌্যালি পরবর্তী আলোচনা সভায় বক্তব্য দেন ইউএনও জেবুন নাহার শাম্মী, সহকারী কমিশনার (ভূমি) তৃপ্তি কণা মন্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বাশার ভূঁইয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকতা শফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শিহাব উদ্দিন খান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন পারভীন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, ফুলপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ রওশন আরা বেগম, পরিবার পরিকল্পনা অফিসার মেহেরুন্নেসা সিদ্দিকী প্রমুখ।

কেন্দুয়া (নেত্রকোনা) : নেত্রকোণা কেন্দুয়ায় র‌্যালি পরবর্তী আলোচনা সভায় বক্তব্য দেন ইউএনও আল ইমরান রুহুল ইসলাম, নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও আ.লীগ সভাপতি মো. নূরুল ইসলাম, পৌর মেয়র আসাদুল হক ভূঞা, পল্লী বিদ্যুৎ ডিজিএম আক্তারুজ্জামান লস্কর ও মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বজলুর রহমান প্রমূখ।

কটিয়াদী (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের কটিয়াদীতে র‌্যালি পরবর্তী আলোচনা সভায় বক্তব্য দেন নূর মোহাম্মদ এমপি, ইউএনও ইসরাত জাহান কেয়া, উপজেলা চেয়ারম্যান আবদুল ওয়াহাব আইন উদ্দিন, মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দীন, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী তানিয়া সুলতানা হ্যাপী প্রমুখ।

দুপচাঁচিয়া (বগুড়া) : জেলার দুপচাঁচিয়া উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইউএনও এস.এম জাকির হোসেন, মেয়র বেলাল হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডারদ্বয় অধ্যক্ষ আব্দুল মজিদ, মাহবুবুর রহমান মুকুল সহ প্রমুখ। অপর দিকে দুপচাঁচিয়া পৌরসভা আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন পূজা উৎযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস, স্থানীয় এমপি এ্যাড. নুরুল ইসলাম তালুকদার, আ.লীগের সম্পাদক আলহাজ্ব ফজলুল হক, পৌর সম্পাদক আমিনুর রহমান মহলদার, প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক প্রমুখ।

কালকিনি-রাজৈর-শিবচর (মাদারীপুর) : মাদারীপুরের কালকিনি উপজেলা প্রশাসন ও আ.লীগসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে অনুষ্ঠিত র‌্যালি পরবর্তী আলোচনা সভায় বক্তব্য দেন নব-নির্বাচিত সংরক্ষিত মহিলা আসনের এমপি তাহমিনা সিদ্দিকী, উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহিন, ইউএনও মো. আমিনুল ইসলাম, সাবেক পৌর প্রশাসক আবুল কালাম আজাদ, পৌর আ.লীগের সভাপতি আইনজীবী আবুল বাশার, মেয়র এনায়েত হোসেন, কালকিনি থানার ওসি মো. মোফাজ্জেল

হোসেন ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম প্রমুখ।

এদিকে রাজৈর উপজেলা প্রতিনিধি জানান, জেলা রাজৈরে র‌্যালি পরবর্তী আলোচনা সভায় বক্তব্য দেন ইউএনও সোহানা নাসরিন, উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান, কৃষি কর্মকর্তা ফরহাদুল মেরাজ, ইউপি চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, মহিলা আ.লীগের সভাপতি শিল্পী রানী মন্ডল প্রমুখ।

এদিকে শিবচর উপজেলা প্রতিনিধি জানান, জেলার শিবচরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি লতিফ মোল্লা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সম্পাদক ডা. সেলিম, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম দেলোয়ার হোসেন, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতাহার বেপারী প্রমুখ।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : নারায়নগঞ্জের রূপগঞ্জের তারাব পৌরসভার আয়োজিত অনুষ্ঠানে পৌর মেয়র মিসেস হাসিনা গাজীর সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক), কলামিস্ট লায়ন মীর আব্দুল আলীম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান, প্যানেল মেয়র আমির হোসেন ভুইয়া, কাউন্সিলর আনোয়ার হোসেন, আশ্রাফুল ইসলাম, রফিকুল ইসলাম মনির, হাজী মফিজুল ইসলাম প্রমুখ। অপর দিকে বরপা লিটল ফ্লাওয়ার এডুকেয়ার স্কুলে কেক কেটে জন্মদিন পালন করা হয়।

দৌলতপুর (কুষ্টিয়া) : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা মিলনায়তনে ইউএনও শারমিন আক্তারের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আল মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান, ওসি নজরুল ইসলাম, দৌলতপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরাত আলী, মজিবর রহমান মাষ্টার প্রমুখ।

সিংড়া (নাটোর) : নাটোরের সিংড়ায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, ইউএনও সুশান্ত কুমার মাহাতো, সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, উপজেলা আ.লীগের সভাপতি এড. ওহিদুর রহমান শেখ প্রমুখ। এছাড়া গোলই আফরোজ সরকারী কলেজ, ফরিদনগর টিবিএম কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে অনুষ্ঠান পালন করা হয়।

সিংগাইর- শিবালয় (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইরে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন ইউএনও রাহেলা রহমত উল্লাহ্, সহকারি কমিশনার (ভূমি) হামিদুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মনিরুজ্জামান খান, প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দা নার্গিস আক্তার ,সমাজ সেবা অফিসার আব্দুল আলিম প্রমুখ।

এদিকে শিবালয় উপজেলা প্রতিনিধি জানান, জেলার শিবালয় উপজেলার সদরউদ্দিন ডিগ্রি কলেজের হলরুমে অধ্যক্ষ ড. বাসুদেব কুমার দে শিকদারের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক এসএম দেরদৌস, উপজেলা আ.লীগের সম্পাদক আব্দুল কুদ্দুস, ছাত্রলীগের সম্পাদক দুলাল হোসেন, কলেজের সহকারী অধ্যাপক আনম বজলুর রশিদ, ড. উত্তম কুমার সরকার, জানে আলম সিদ্দিকী, প্রভাষক সুজিৎ বিশ্বাস, আজাদ হোসেন, মিজানুর রহমান,সাইফুল ইসলাম খান প্রমুখ।

হিলি-নবাবগঞ্জ (দিনাজপুর) : দিনাজপুরের হিলিতে উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলমের নেতৃত্বে র‌্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

এদিকে নবাবগঞ্জ উপজেলা প্রতিনিধি জানান, নবাবগঞ্জে দিবসটি উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেনে ইউএনও মো. মশিউর রহমান।

গোয়ালন্দ-পাংশা (রাজবাড়ী) : রাজবাড়ীর গোয়ালন্দে বঙ্গবন্ধুর প্রতিকৃ?তি?তে পুষ্পমাল্য অর্পণ করেন ইউএনও রুবায়েত হায়াত শিপলু, উপজেলা চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, উপজেলা আ.লীগের সভাপতি নুরুজ্জামান মিয়া প্রমুখ।

এদিকে পাংশা উপজেলা প্রতিনিধি জানান, জেলার পাংশায় আলোচনা সভায় ইউএনও মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন পৌর মেয়র মাসুদ বিশ্বাস, ওসি আহসান উল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিদা আহম্মাদ, জেসমিন আক্তার, প্রকৌশলী আলমগীর বাদশা, ডাক্তার আনজুয়ারা সুমি প্রমুখ।

বাঘা (রাজশাহী) : রাজশাহীর বাঘায় আলোচনা সভায় সানফ্লাওয়ার স্কুলের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম রাজিবের সভাপতিত্বে বক্তব্য দেন ডাক্তার খন্দাকার মোহাইমিনুর রহমান (মেয়র)। উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার বাঘা শাখার সম্পাদক লালন উদ্দীন, সহকারী প্রধান শিক্ষক শাহানাজ খাতুন প্রমুখ।

জগন্নাথপুর (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের জগন্নাথপুরে র‌্যালিতে নেতৃত্ব দেন ইউএনও মাহফুজুল আলম মাসুম। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, ভাইস চেয়ারম্যান মোছা. ফারজানা আক্তার, ইমাম সমিতির সভাপতি মাওলানা মুহিবুর রহমান, ওসি মো. হারুনুর রশিদ চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মখলেছুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন প্রমুখ।

কচুয়া (চাঁদপুর) : চাঁদপুরের কচুয়ায় র‌্যালি শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও নিলীমা আফরোজ। এতে সহকারী কমিশনার (ভূমি) রুমন দের পরিচালনায় বক্তব্য দেন ওসি ওয়ালী উল্লাহ অলি, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আ. মুবিন, ডেপুটি কমান্ডার জাবের মিয়া, প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার প্রমুখ।

কোটালীপাড়া (গোপালগঞ্জ) : গোপালগঞ্জের কোটালীপাড়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক খালেদ বিন জয়েন উদ্দীন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডা. সাইফুল ইসলাম শাহীনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন ইউপি সদস্য হাজী শফিকুল ইসলাম, যুবলীগ নেতা এম তাইজুল ইসলাম, প্রধান শিক্ষক রিংকু রাণী বাড়ৈ প্রমুখ।

কয়রা (খুলনা) : খুলনার কয়রায় র‌্যালি শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও শিমুল কুমার সাহা। বক্তব্য দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সেটু কুমার বড়–য়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সুলতান মাহমুদ, ওসি তারক বিশ্বাস, কৃষি অফিসার এস এম মিজান মাহমুদ, শিক্ষা অফিসার আবুল বাশার, মৎস্য অফিসার এস এম আলাউদ্দিন আহমেদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. জাফর রানা, নির্বাচন অফিসার ওয়াহিদ মুরাদ প্রমুখ।

কলমাকান্দায়-দুর্গাপুর (নেত্রকোনা) : নেত্রকোনার কলমাকান্দায় আলোচনা সভায় ইউএনও মো. জাকির হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান শাহ মো. ফখরুল ইসলাম ফিরোজ, উপজেলা আ.লীগের সভাপতি চন্দন বিশ্বাস, সম্পাদক আনোয়ার হোসেন আজাদ, ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম, জেলা পরিষদ সদস্য ইদ্রিস আলী তালুকদার, ওসি মজহারুল করীম, মো. নুরে আলম, ইউপি চেয়ারম্যান একেএম হাদিছুজ্জামান হাদিস, মুক্তিযোদ্ধা সুলতান গিয়াস উদ্দিন প্রমুখ।

এদিকে দুর্গাপুর প্রতিনিধি জানান, দুর্গাপুরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ তোফায়েল আহাম্মদ।

ফটিকছড়ি (চট্টগ্রাম) : চট্টগ্রামের ফটিকছড়িতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও মো. মুশফিকুর রহমার। আরো উপস্থিত ছিলেন অ্যাড. উত্তম কুমার মহাজন, ভাইস চেয়ারম্যান জানে আলম প্রমুখ।

বেনাপোল (যশোর) : যশোরের শার্শায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও পুলক কুমার মন্ডল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মনজু। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, ওসি মশিউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, ভাইস চেয়াম্যান আলেয়া ফেরদৌস, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফার হোসেন প্রমুখ। এদিকে বেনাপোল চিত্রাংকন প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন সানরাইজ স্কুলের সভাপতি আজিম উদ্দিন গাজী, সহসভাপতি আব্দুল হক খোকন, মহিদুল ইসলাম, আখতার হোসাইন বিপ্লব প্রমুখ।

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দিবসটি উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও শিহাব রায়হান। বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন, শ্যামপুর আলীম মাদরাসার উপাধাক্ষ্য হাবিবুর রহমান, ছাত্র-ছাত্রীদের পক্ষে আশিক নাহার, তাসলিমা খাতুন ইলা, নিয়ামুল হক, শহীদুলাহ প্রমুখ।

আত্রাই- বদলগাছী (নওগাঁ) : নওগাঁর আত্রাইয়ে র‌্যালিতে নেতৃত্ব দেন ইউএনও মো. ছানাউল ইসলাম। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান একরামুল বারী রঞ্জু, উপজেলা প্রকৌশলী মো. মোবারক হোসেন, ওসি মো. মোবারক হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার ফজলুল হক, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, পল্লি বিদ্যুৎ সমিতি-১ এর এজিএম ফিরোজ জামান, প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ।

এেিদক বদলগাছী উপজেলা প্রতিনিধি জানান, জেলার বদলগাছীতে ইউএনও মাসুম আলী বেগের সভাপতিত্বে শ্রেণি বিশেষে চিত্রাংকন প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে অংশ নেন বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুল, বদলগাছী লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি গার্লস হাইস্কুলের শিক্ষার্থীবৃন্দ।

শালিখা (মাগুরা) : মাগুরার শালিখায় আলোচনা সভায় ইউএনও সুমী মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ওসি মো. তরীকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার অরুণ চন্দ্র ঢালী, ইউপি চেয়ারম্যান মো. আরজ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আবু বকর মাস্টার, প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা সরদার ফারুক আহমদ প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close