মেহেরপুর প্রতিনিধি

  ১৭ মার্চ, ২০১৯

মেহেরপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর ঋণ শোধ করতে হবে

ভয় দেখিয়ে নয়, ভালবাসা ও আদর-স্নেহ দিয়ে কোমলমতী শিশুদের মেধাকে বিকশিত করতে হবে। শিক্ষকরা হচ্ছে মানুষ তৈরির কারিগর। তাই আদর্শ ও দেশ প্রেমিক নাগরিক তৈরিতে শিক্ষকদের গুরুত্বপূর্ন ভুমিকা রাখতে হবে। গতকাল শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে প্রাথমিক শিক্ষা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরো বলেন ‘প্রধানমন্ত্রী ২৬ হাজার ১৯৩টি স্কুল জাতীয়করণ করেছেন। প্রধানমন্ত্রীর কাছে আমরা ঋণী। তাঁর এই ঋণ শোধ করতে প্রতিটি শিক্ষার্থীকে সোনার মানুষ গড়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়ন করে হবে।’ জেলা প্রশাসক মো. আতাউল গণির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিপিএম, খুলনা প্রাথমিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মেহেরুন নেছা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেছের আলী, সদর উপজেলা শিক্ষা অফিসার আপিল উদ্দিন প্রমুখ। জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ এনজিও কর্মকর্তারা আলোচনা সভা ও মেলায় অংশ নেয়। জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস এ মেলার আয়োজন করে। মেলাতে প্রাথমিক শিক্ষার বিভিন্ন উপকরণ প্রদর্শন করা হয়। পরে প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close