ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

  ১৫ মার্চ, ২০১৯

ইসলামপুরে নকল কয়েলের কারখানার লাখ টাকা দণ্ড

জামালপুরের ইসলামপুরে অনুমোদনহীন মশার কয়েলের কারখানা সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় কারখানা মালিকের এক লাখ টাকা অর্থদ- করা হয়। গত বুধবার বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন রবিউল ইসলামের কারখানায় এ অভিযান পরিচালনা করেন ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

স্থানীয় সূত্রে জানা যায়, পৌর এলাকায় দীর্ঘ দিন ধরে অবৈধ ভাবে থ্রিজি, সেঞ্চুরিসহ বিভিন্ন নামে মশার কয়েল তৈরি করে বাজারজাত করে আসছিলেন রবিউল। জনবসতিপূর্ণ এলাকায় অপরিকল্পিতভাবে গড়ে উঠা ওই কয়েল কারখানায় একাধিক বার অগ্নিকা-ও ঘটেছে।

ইউএনও মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘কারখানায় লাইসেন্স, পরিবেশ সংক্রান্ত কোন ছাড়পত্র, কর্মচারীদের স্বাস্থ্য সংক্রান্ত কোন ব্যবস্থা, অগ্নি নির্বাপক যন্ত্রগুলোর মেয়াদ না থাকায় এবং বিনা অনুমতিতে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করায় কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close