মেহেরপুর প্রতিনিধি

  ১৫ মার্চ, ২০১৯

‘প্রয়োজনে সেই ডিসির নামে মামলা দেব’

মেহেরপুরে পরিবেশ রক্ষায় জেলা প্রশাসকের অঙ্গীকার

মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গণি বলেছেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষা করতে ব্যর্থ হলে চাকরি ছেড়ে দেব। আগামী ৩০ এপ্রিলের পরে কোন ইটভাটা থেকে পরিবেশ দূষণ হলে জেল এবং সর্বোচ্চ ৫ কোটি টাকা জরিমানা করা হবে। এপ্রিলের মধ্যে সব অবৈধ টিনের চিমনীর ইটভাটা বন্ধ ও জিগজাগ ভাটায় কাঠ পোড়ানো বন্ধ করতে হবে।’ গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা পরিবেশ রক্ষায় ইটভাটা মালিকদের নিয়ে বৈঠকে এ হুঁশিয়ারি দেন তিনি।

তিনি আরো বলেন ‘পরিবেশের ভারসাম্য রক্ষায় যদি আমাকে মেহেরপুর ছাড়তে হয়, তাহলে আমার পরিবর্তে মেহেরপুরে যিনি জেলা প্রশাসক হয়ে আসবেন তাকেও পরিবেশের ভারসাম্য রক্ষায় উদ্যোগী হতে হবে। পরবর্তী জেলা প্রশাসকও যদি পরিবেশ রক্ষায় উদ্যোগী না হন, তাহলে আমি বাদি হয়ে প্রয়োজনে সেই ডিসির নামে মামলা দেব। এ আমার অঙ্গিকার।’

সভায় জেলা প্রশাসক মো. আতাউল গণির সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান, নেজারত ডেপুটি কালেকটর (এনডিসি) রফিকুল ইসলাম, জেলা ইটভাটা মালিক সমিতির সেক্রেটারি মো. রোকুনজ্জামান প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close