প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৫ মার্চ, ২০১৯

প্রাথমিকে ১১তম গ্রেডে বেতনের দাবি

মানববন্ধনে শিক্ষকরা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনের দাবিতে গতকাল বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন, সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় শিক্ষক নেতারা দাবি করেন প্রধান শিক্ষকের পরের ধাপেই ১১তম স্কেলে বেতন নির্ধারণ ও সহকারী প্রধান শিক্ষকের পদ বাতিল করতে হবে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর :

ঝিনাইদহ : ঝিনাইদহে মানববন্ধনে বক্তব্য দেন শাহিনুর রহমান ও ফারুক হোসেনসহ শিক্ষক-শিক্ষিকারা। এ সময় উপস্থিত ছিলেন জেলার ডিপিএইড প্রশিক্ষণার্থী শিক্ষকরা।

গাইবান্ধা-গোবিন্দগঞ্জ : গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় মানববন্ধন চলাকালে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি নাজিম উদ্দিন, সম্পাদক মজিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইসমাঈল হোসেন, প্রধান শিক্ষক আবুল হোসেন সিকদার, এস.এম ইব্রাহিম আলী, শিক্ষক রোস্তম আলী, হামিদুল ইসলাম, আব্দুল ওয়াহেদ, মমিনুল ইসলাম প্রমুখ।

এদিকে গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি জানান, গোবিন্দগঞ্জে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের জেলা শাখার সম্পাদক এহসানুল কবির মিলন, উপজেলা শাখার সভাপতি ছামছুল হুদা, সম্পাদক আকমল হক আকন্দ, সাংগঠনিক সম্পাদক রুবেল আহম্মেদ, শিক্ষক নেতা গোলাম কিবরিয়া, সোহেল রানা, রোজিনা খাতুন, শামীমা আকতার সুমি প্রমুখ।

কুড়িগ্রাম-নাগেশ্বরী : কুড়িগ্রামের রৌমারীতে মানববন্ধনে বক্তব্য দেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষক কমিটির সভাপতি সাইফুল ইসলাম, সদর কমিটির সম্পাদক আরিফুর রহমান রুবেল, সিনিয়র শিক্ষক শাকিলা মারমিন বন্যা, জেবুন নাহার যুথি প্রমুখ।

এদিকে নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, নাগেশ্বরীতে মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা সহকারী শিক্ষক সংগঠনের সভাপতি সিনিয়র সহসভাপতি মো. আতাউর রহমান খোকা, লুৎফর রহমান, খাদিজা খাতুন, সম্পাদক এমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, কোষাধ্যক্ষ আব্দুল মতিন, মহিলা বিষয়ক সম্পাদিকা হাবিবা খাতুন প্রমুখ।

হাজীগঞ্জ (চাঁদপুর) : চাঁদপুরের হাজীগঞ্জে মানববন্ধবে বক্তব্য দেন কামাল হোসাইন চৌধুরী, এমরান হোসেন সুমন, সাইফুল ইসলাম, সফিউল আলম, মফিজুল ইসলাম মঞ্জুর মাওলা, আকবর হোসেন প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক শিক্ষক অংশ নেয়।

আদমদীঘি (বগুড়া) : বগুড়ার আদমদীঘি উপজেলায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ। বক্তব্য দেন জেলা পরিষদের সদস্য ও আইপিজে উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুয়ারা বেগম, শিক্ষক সমিতির উপদেষ্টা অধ্যক্ষ আব্দুস সালাম, সম্পাদক মো. মোহসীন ইসলাম, শিক্ষক একেএম আইনুল হক, আব্দুল বাসেত, বাবু নৃপেন্দ্রনাথ দাস প্রমুখ।

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) : নোয়াখালীর কোম্পানীগঞ্জে মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীন, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির উপজেলা শাখার সহসভাপতি কামরুন নাহার, সম্পাদক ফয়েজ আহমদ, সদস্য সাইফুল আলম, নুরুল ইসলাম, একরামুল হক, দেলোয়ার হোসেন শিপন, উপদেষ্ঠা মিজানুর রহমান সেলি প্রমুখ।

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) : ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষক নেতা মো. গোলাম কিবরিয়া, মো. মোজাম্মেল হক দুলু, মো. নুরুজ্জামান সবুজ, মো. মোয়াজ্জেম হোসেন, মো. ফরহাদ হোসেন, আব্দুল হান্নান আকন্দ প্রমুখ।

কেন্দুয়া (নেত্রকোনা) : নেত্রকোণার কেন্দুয়ায় মানববন্ধনে বক্তব্য দেন উপজেল প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক জাকির আলম, শিক্ষক নেতা মাজহারুল ইসলাম, এমদাদুল হক বিপ্লব, আশরাফ মন্ডল প্রমুখ।

লালপুর (নাটোর) : নাটোরের লালপুরে মানববন্ধন ও সমাবেশ চলাকালে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, শাহীন ইসলাম প্রমুখ।

বেড়া-সাঁথিয়া (পাবনা) : পাবনার বেড়ায় মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকীর মাধ্যমে প্রথানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এদিকে সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি জানান, সাঁথিয়ায় মানববন্ধনে শিক্ষক নেতা শরিফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম রিপন, সম্পাদক আলতাফ হোসেন, প্রধান শিক্ষক আরশেদ আলী, নজরুল ইসলাম, সহকারী শিক্ষক জসিম উদ্দিন, কামরুন্নাহার কনা, আব্দুর রহমান, আব্দুর রাজ্জাক, বকুল খন্দকার, জাকির হোসেন প্রমুখ।

মনোহরদী (নরসিংদী) : নরসিংদীর মনোহরদীতে মানববন্ধনে উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি সাইফুন্নাহারের সভাপতিত্বে ও সম্পাদক মোহাম্মদ মানিক মিয়ার পরিচালনায় বক্তব্য দেন জেলা শাখার যুগ্ম সম্পাদক মো. মাহবুবুল আলম, অর্থ সম্পাদক মো. মোজাম্মেল হক, উপজেলা কমিটির সিনিয়র সহসভাপতি লুৎফুর রহমান কার্জন, সহসভাপতি মো. হারুন মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম প্রমুখ।

নাঙ্গলকোট (কুমিল্লা) : কুমিল্লার নাঙ্গলকোটে মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা সহকারী শিক্ষক সমিতির সম্পাদক নিজাম উদ্দিন মজুমদার, সহকারী শিক্ষক সমিতির সভাপতি রমজান আলী, সম্পাদক শফিকুর রহমান রেজা, যুগ্ম সম্পাদক খালেদ মো. আনোয়ার, সাংগঠনিক সম্পাদক জাহিদুল হাছান মিতুল, অর্থ সম্পাদক মাহবুবুল হক প্রমুখ।

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) : মুন্সীগঞ্জের সিরাজদিখানে মানববন্ধনে একাত্বতা ঘোষণা করেন উপজেলা চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ ও ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ। মানববন্ধনে সহকারী শিক্ষক মোবারক হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মামুন দিদার, মো. মিজানুর রহমান, রোকসানা বেগম কেয়া, ইমরান ভুইয়া, কামাল হোসেন প্রমুখ।

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মানববন্ধনে বক্তব্য দেন মো. ফেরদৌস রহমান, মো. ইকবাল হোসেন ও এস,এম সাকলায়েন প্রমুখ।

আমতলী (বরগুনা) : বরগুনার আমতলীতে মানববন্ধনে সহকারী শিক্ষক সৈয়দ মো. মাসুম সভাপতিত্ব বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক একেএম জিল্লুর রহমান, প্রধান শিক্ষক জাকির হোসেন, সেলিম রেজা, জাহিদ মিটন, আনোয়ারুল কবির, ইফতেখায়রুল রাসেল, শাহিদা বেগম, আলম মল্লিক, সহকারী শিক্ষক দীপাঙ্কর কান্তি, মামুন অর-রশিদ প্রমুখ।

বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে মানববন্ধনে উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও কামরুজ্জামানের সঞ্চলনায় বক্তব্য দেন, সম্পাদক মো. রাকিবুলজ্জামান মিলন, ওয়ারেজ আলী খান, আবুল বাশার, মোরাদ হোসেন, রাজিব বিশ্বাস, সাজেদুল হক বাবুল, দেলোয়ার হোসেন, লিপা রায় মিত্র, ডলি রানী পাল প্রমুখ।

কচুয়া (চাঁদপুর) : চাঁদপুরের কচুয়ায় মানববন্ধনে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির জেলা সাংগঠনিক সম্পাদক ওমর খৈয়াম বোগদাদী রুমীসহ উপজেলার ১৭১টি বিদ্যালয়ের শিক্ষকরা অংশগ্রহণ করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close