রংপুর ব্যুরো

  ১৪ মার্চ, ২০১৯

রংপুর মহানগর জাতীয় শ্রমিক লীগের সম্মেলন

‘কেনো ষড়যন্ত্র শ্রমিকদের ঐক্যে ফাটল ধরাতে পারবে না’

জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন জাতীয় শ্রমিক লীগকে কেউ দাবায়ে রাখতে পারবে না। সব ষড়যন্ত্র মোকাবিলা করে দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযাত্রী হয়ে কাজ করছে জাতীয় শ্রমিক লীগ। রংপুর মহানগর শ্রমিক লীগের বিশাল সম্মেলনই তার প্রমাণ। আমি বিশ^াস করি কোনো ষড়যন্ত্র শ্রমিকদের এই ঐক্যে ফাটল ধরাতে পারবে না।’ গতকাল বুধবার দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে রংপুর মহানগর শ্রমিক লীগের সম্মেলনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। গতকাল দুপুর ১২টায় সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আমিনুল হক ফারুক। এতে প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ। রংপুর মহানগর শ্রমিক লীগের আহ্বায়ক মনিরুল হক মিল্টনের সভাপতিত্বে সম্মেলন বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাজেদা বেগম মিরা, মহানগর শ্রমিক লীগের সদস্য সচিব ও জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সম্পাদক এম এ মজিদ।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান সোহেল, সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি। আলোচনা শেষে প্রধান অতিথি সিরাজুল ইসলাম মহানগর শ্রমিক লীগের ৭১ সদস্যবিশিষ্ট নতুন কমিটির সভাপতি হিসেবে রুস্তম আলী ও সাধারণ সম্পাদক এম এ মজিদের নাম ঘোষণা করেন। পরে মহানগরের বিভিন্ন ওয়ার্ডের শ্রমিক লীগের নেতাকর্মী এবং ট্রেড ইউনিয়নভুক্ত শ্রমিক লীগের বিভিন্ন সংগঠন নতুন নেতৃত্বকে ফুলেল শুভেচ্ছা জানান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close