যশোর প্রতিনিধি

  ১৩ মার্চ, ২০১৯

যশোরে গৃহবধূকে পিটিয়ে হত্যা অভিযুক্ত স্বামী

যশোরের ঝিকরগাছার গুলবাগপুর গ্রামে খাদিজা বেগম (৫০) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত সোমবার রাত ১০টার দিকে আহতাবস্থায় ঢাকায় নিয়ে যাওয়ার পথে ফরিদপুরে তার মৃত্যু হয় বলে জানা গেছে। নিহত খাদিজা বেগম ওই গ্রামের নাবেদ আলীর স্ত্রী।

নিহতের মেয়ে রূপালি বলেন, ‘তাদের একটি ছাগল তার চাচার বাড়িতে গেলে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাতে চাচা রজব আলী, তার ছেলে মানিক ও জামাই সামাউল লোহার রড, জিআই পাইপ ও লাঠিসোঠা দিয়ে খাদিজাকে বেধড়ক পেটাতে থাকে। মাকে বাঁচাতে এগিয়ে গেলে তাদেরকে মারপিট করা হয়। পরে খাদিজাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ঢাকায় রেফার্ড করেন। তবে ঢাকায় নিয়ে যাওয়ার পথে ফরিদপুরে তার মৃত্যু হয়। পরে লাশ যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।

যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ তারেক শামসু বলেন, খাদিজা বেগমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। ঝিকরগাছা থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা করা হচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close