বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

  ১৩ মার্চ, ২০১৯

বিজয়নগরে সংঘর্ষে নারীসহ আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাটি কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার চান্দুরা ইউনিয়নের মিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বেশ কয়েক বছর ধরে মাটির ব্যবসা নিয়ে মিরপুর গ্রামের চামুর গোষ্ঠীর প্রবাসী সোহেল মিয়ার সঙ্গে একই গ্রামের ট্রাক্টর ব্যবসায়ী মোশল মিয়ার বিরোধ চলে আসছিল। কয়েক দিন পূর্বে উপজেলার আব্দল্লাহপুর গ্রামের ভেকু মেশিন দিয়ে মাটি কাটার সময় মোশল মিয়া ও তার লোকজন ভেকুটি ভেঙে ফেলে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। এর জের ধরে মঙ্গলবার সকাল ৬টায় মোশল মিয়া ও তার লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে চামুর গোষ্ঠীর লোকজনদের উপর হামলা চালায়। দফায় দফায় সংঘর্ষে উভয়পক্ষের মহিলাসহ কমপক্ষে ২৫ জন আহত হয়। আহতদের মধ্যে বিশজনকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়জুল আজীম দুপুরে জানান, পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close