জাককানইবি প্রতিনিধি

  ১২ মার্চ, ২০১৯

কবি নজরুল বিশ্ববিদ্যালয়

পরিবহন সংকট নিরসনের দাবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পরিবহন সংকট নিরসনের দাবিতে পরিবহণ প্রশাসকের কার্যালয় ঘেরাও করেছে শিক্ষার্থীরা। গতকাল সোমবার বেলা ৩টায় ক্যাম্পাসের বাস বন্ধ করে পরিবহন প্রশাসক ড. এমদাদুর রাশেদ শুখনকে অবরুদ্ধ করে প্রতিবাদ জানায় তারা। এসময় পরিবহনে বিভিন্ন অনিয়ম, বাস সংকট, সময়মত এ্যাম্বুলেন্স না পাওয়াসহ পরিবহণ প্রশাসনের বিভিন্ন অনিয়মের অভিযোগে তুলে ধরা হয়।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, আমাদের বর্তমান পরিবহন প্রশাসক দায়িত্বে আসার পর থেকে বিভিন্ন সময় নানা অনিয়মের মাধ্যমে দপ্তর চালাচ্ছেন। সাধারণ শিক্ষার্থীদের অসুস্থতাজনিত কারনে এ্যাম্বুলেন্সের জন্য উনাকে অবগত করলেও কোন পদক্ষেপ নেন না। আমরা তার পদত্যাগের দাবি জানাচ্ছি।

প্রক্টর উজ্জ্বল কুমার প্রধান জানান, শিক্ষার্থীদের ও প্রশাসনের মাঝে আলোচনা চলছে। দ্রুতই সমস্যা সমাধান হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close