ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ২৪ ফেব্রুয়ারি, ২০১৯

কারিগরি বোর্ডের অধীনে নার্সিং শিক্ষা বন্ধের দাবিতে মানববন্ধন

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে নার্সিং শিক্ষা কার্যক্রম বন্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার স্থানীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের পক্ষে ব্রাহ্মণবাড়িয়া নাসিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মানববন্ধনের আয়োজন করে। এ সময় শিক্ষার্থীরা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে নার্সিং শিক্ষা কার্যক্রম বন্ধে ১৪টি যুক্তি তুলে ধরেন। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘সরকার প্রান্তিক জনগোষ্ঠীর প্রসূতি সেবা নিশ্চিতে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স চালু করেন। পরে প্রায় ১৫ হাজার নার্সকে এ পেশায় সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া হয়। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আইন অনুসারে সব শিক্ষা কার্যক্রম পরিচালনা, নার্স প্র্যাকটিশনার নিবন্ধন ও সনদ প্রদান কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল। কিন্তু তারপরও কারিগরি শিক্ষাবোর্ড বিশেষ বিশেষ ক্ষেত্রে চতুরতার মাধ্যমে নার্সিং শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। তাই কারিগরি শিক্ষাবোর্ডের এসব অপ্রশিক্ষিত ও অর্ধশিক্ষিত জনবলকে বৈধ ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স অ্যান্ড মিডওয়াইফারি’র সমমর্যাদায় নিবন্ধন দেওয়া ঝুঁকিপূর্ণ ও অযৌক্তিক।’ এতে বক্তব্য দেন, নুরুন্নাহার বেগম, নিতা আক্তার, আফরোজা আক্তার প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close