হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

  ২৪ ফেব্রুয়ারি, ২০১৯

হাটহাজারী পৌরসভা

অভিকাংশ মার্কেটেই নেই অগ্নিনির্বাপণ ব্যবস্থা

চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার অভিকাংশ মার্কেটেই অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই। এতে যে কোনো সময় দুর্ঘটনায় জানমালসহ ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। জানা যায়, হাটহাজারী পৌরসভার কলেজ গেট, কাচারি সড়ক, থানাসংলগ্ন এলাকা, মেডিকেল গেট, বাস স্টেশন ও কলাবাগান এলাকায় ২৫টির মতো ছোটবড় মার্কেট রয়েছে। এসব মার্কেটে অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা নেই। আর দুই-একটি মার্কেটে থাকলেও তা খুবই অপ্রতুল। এসব মার্কেট নির্মাণের সময় যাবতীয় নিরাপত্তার ব্যবস্থা ও গাড়ি পার্কিংয়ের নির্ধারিত স্থান করার কথা বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে মার্কেট নির্মাণের অনুমতি নেওয়া হয়েছিল। গাড়ি পার্কিংয়ের জন্য মার্কেটের নিচতলায় যে স্থান নির্ধারিত ছিল সেখানেও ব্যবসা প্রতিষ্ঠানের জন্য মার্কেটের মালিকেরা ভাড়া দিয়েছেন। বিগত দ্ইু বছরে বাস স্টেশনসংলগ্ন একটি মার্কেটে আগুন লেগে বেশ কিছু দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া থানাসংলগ্ন এলাকায়ও আগুনে প্রায় ৪/৫টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া পৌরসভার বিভিন্ন স্থানে বহুতল আবাসিক ভবন রয়েছে। এসব আবাসিক ভবনে অগ্নিনির্বাপণের সুবিধার্থে ৩০ ফুট রাস্তা রাখার কথা থাকলেও কোনো খানেই এ ব্যবস্থা নেই। এমনকি স্থান বিশেষে অগ্নিনির্বাপণের জন্য প্রয়োজনীয় পানির উৎসও নেই।

হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা জাকের হোসেন জানান, হাটহাজারী পৌরসভার কোন মার্কেটে তাৎক্ষণিকভাবে অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা নেই। ২/১টি মার্কেটে থাকলেও তা প্রয়োজনের তুলনায় একেবারে অপ্রতুল। তিনি এরই মধ্যে মার্কেটগুলোর মালিকদের কাছে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি দিয়েছেন বলেও উল্লেখ করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close