কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

  ২৩ ফেব্রুয়ারি, ২০১৯

সরকারি গাছ কর্তনের অভিযোগ

কোম্পানীগঞ্জে চেয়ারম্যানের যোগসাজশে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে রাস্তার পাশের সামাজিক বনায়নের সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ সূত্রে জানা যায়, চরএলাহী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের যোগসাজসে চরএলাহী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চরএলাহী বাজারের প্রায় ৩০০ গজ পূর্বে এনাম মিয়ার বাড়ির রাস্তার পাশের এ গাছগুলো কাটা হয়। তবে এ বিষয়ে অভিযোগ পেয়ে তাৎক্ষণিক কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সল আহমেদ গাছ কাটা বন্ধ করে দেন। ইউএনও ফয়সল আহমেদ বলেন, আমি বন বিভাগ ও উপজেলা ভূমি কার্যালয়ের কর্মকর্তাদের বিষয়টি দেখতে বলেছি। তদন্তপূর্বক পরবর্তীতে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে গণমাধ্যমকর্মীরা চরএলাহী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি দাবি করেন, চর বালুয়ার একটি স্কুলে দান করার জন্য দুইটি রেন্ডি কড়াই গাছ কেটেছি। তবে বন বিভাগ কিংবা উপজেলা কর্তৃপক্ষের কাছ থেকে কোন অনুমতি নেওয়া হয়নি বলে স্বীকার করেন তিনি। এদিকে, অভিযোগ রয়েছে স্থানীয় চেয়ারম্যান আব্দুর রাজ্জাক’র ছত্রছায়ায় এরআগেও একাধিকবার সরকারি গাছ কেটে বিক্রি হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করে তহশীলদার কামরুল গাছ কাটার সত্যতা নিশ্চত করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close