বেরোবি প্রতিনিধি

  ২১ ফেব্রুয়ারি, ২০১৯

বেরোবিতে ছাদ থেকে পানির ট্যাংক পড়ে ৩ শিক্ষার্থী আহত

রংপুরের বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের (বেরোবি) তিন নম্বর একাডেমিক ভবনের ছাদ থেকে পানির ট্যাংক পড়ে তিন শিক্ষার্থী আহত হয়েছেন। গতকাল বুধবার দুপুর ১টায় এ ঘটনা ঘটে। আহত ৩ শিক্ষার্থীকে তাৎক্ষনিকভাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শিক্ষার্থীরা হলেন, বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশনের মুনিরা খাতুন, রুমি আখতার ও ২০১৭-১৮ সেশনের সুলতান মাহমুদ।

জানা যায়, ঘটনার দিন ক্লাস করার জন্য ৩ নম্বর একাডেমিক ভবনের পাশ দিয়ে যাচ্ছিল ওই তিন শিক্ষার্থী। এ সময় ভবনটির ছাদ থেকে ১৫০০ লিটার পানি ধারণ ক্ষমতাসম্পন্ন একটি খালি ট্যাংক নিচে পড়ে। এতে ট্যাংকের আঘাতে ওই তিন শিক্ষার্থী গুরুতর আহত হয়। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুত বিশ^বিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, ‘আমি নিচ থেকে ওই ভবনের ছাদে দু’জন ব্যক্তিকে দেখেছি কিন্তু তাদেরকে চিনি নাই।’ বিশ^বিদ্যালয়ের প্রক্টর আবু কালাম মো. ফরিদ উল ইসলাম বলেন, ‘আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য তাৎক্ষনিকভাবে বিশ^বিদ্যালয়ের অ্যাম্বুল্যান্সযোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। যদি এ ঘটনার সাথে কারও কোন ধরণের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায় তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close