হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

  ২০ ফেব্রুয়ারি, ২০১৯

আইসক্রিম কারখানায় অভিযান

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় দুইটি আইসক্রিম কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বার্হী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমীন এ অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, হাটহাজারী পৌরসভার ফয়জিয়া-১ ও ফয়জিয়া-২ নামের দুই আইসক্রিম কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় খাওয়ার অযোগ্য আইসক্রিম তৈরির দায়ে কারখানার মালিককে ২০ হাজার টাকা অর্থদ- করা হয়। অভিযানকালে কারখানায় তৈরি প্রায় ২০ হাজার আইসক্রিম ধ্বংস করা হয়েছে।

ইউএনও মোহাম্মদ রুহুল আমীন জানান, দুইটি কারখানায় অভিযান পরিচালনা করে ক্ষতিকারক আইসক্রিম নষ্ট করা হয়েছে।ঘনচিনি, স্যাকারিন, রং এ্যারোরুট, বার্লি ও ক্ষতিকারক উপাদান দিয়ে আইসক্রিম তৈরির দায়ে কারখানার মালিককে ২০ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close