বান্দরবান প্রতিনিধি

  ২০ ফেব্রুয়ারি, ২০১৯

বান্দরবানে রাজপূন্যাহ শুরু ৮ মার্চ

বান্দরবানে শত বছরের ঐতিহ্যবাহী রাজপূন্যাহ উৎসব শুরু হচ্ছে ৮ মার্চ। গতকাল মঙ্গলবার সকালে বোমাং রাজার কার্যালয়ে রাজপূন্যাহ উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেন বোমাং রাজা উ. উচপ্রু। জুমের বার্ষিক খাজনা আদায়ের লক্ষ্যে রাজপূন্যাহ উৎসবের আয়োজন করা হয় বলে জানা গেছে।

বোমাং রাজা প্রকেীশলী উচপ্রু চৌধুরী বলেন, তিন দিনকব্যাপী মেলা আগামী ৮ মার্চ শুরু হবে। এবারের রাজপূণ্যাহ হচ্ছে বংশ পরাম্পরায় ১৪১তম রাজপূন্যাহ মেলা। রাজপূণ্যাহ মেলায় বসবে নাগর দোলা, সার্কাস, বিচিত্রানুষ্ঠান, পুতুল নাচ, মৃত্যুকূপ, হাউজিসহ ব্যাাতিক্রমি নানা আয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে থাকবেন কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, বিশেষ অথিথি থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপিসহ সরকারি-বেসরকারি উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close