কিশোরগঞ্জ প্রতিনিধি

  ২০ ফেব্রুয়ারি, ২০১৯

সরকারি কর্মচারী হত্যা মামলায় সহোদরের যাবজ্জীবন

কিশোরগঞ্জে বিএডিসি বীজ গুদামের কর্মচারী আব্দুল খালেক সরকার (৫৭) হত্যা মামলায় আক্কাছ মিয়া (৩১) ও তারা মিয়া (৫১) নামের দুই সহোদরকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। পাশাপাশি দুই সহোদরকে ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া মামলার অপর ছয় আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার জনাকীর্ণ আদালতে আসামিদের উপস্থিতিতে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আব্দুর রহিম এ রায় দেন। যাবজ্জীবন কারাদ-ে দ-িত আক্কাছ মিয়া ও তারা মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ গ্রামের মৃত আবেদ আলীর ছেলে। খালাস পাওয়া ৬ আসামি হলেন ইয়াসিন মিয়া, মনজিল মিয়া, আংগুর মিয়া, খায়রুল, সাহানা ও হোসনা আক্তার। মামলার বিবরণে জানা যায়, নিহত আব্দুল খালেক সরকারের সাথে তারা মিয়া ও আক্কাছ মিয়ার জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। ২০১২ সালের ৩০ জুন আব্দুল খালেক সরকারের বড় ছেলে আসাদুর রহমানের সাথে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। এ সময় খালেক সরকার তাদের নিবৃত্ত করতে এগিয়ে গেলে তারা মিয়ার নির্দেশে আক্কাছ মিয়া শাবল দিয়ে আব্দুল খালেক সরকারের মাথায় আঘাত করে। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন সন্ধ্যা ৬টার দিকে তিনি মারা যান।

ঘটনায় পরদিন নিহতের ছোট ছেলে অ্যাড. সাইদুর রহমান রাসেল বাদি হয়ে ৮জনকে আসামি করে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close