সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি

  ১৯ ফেব্রুয়ারি, ২০১৯

শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহিদ উল্যার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। ওই প্রতিষ্ঠানের নবম শ্রেণির দুই ছাত্রী এ বিষয়ে বিদ্যালয়ের সভাপতি বরাবর লিখিত অভিযোগ দিয়েছে। লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিভিন্ন সময় ক্লাসে উত্তেজনামূলক কথা বলত। প্রাইভেট পড়ানোর নাম করে শিক্ষার্থীদের নানাভাবে হয়রানি করত। ভুক্তভোগী শিক্ষার্থীরা আপত্তি করলে তাদের বিভিন্নভাবে হুমকি প্রদান দিত।

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম জানায়, দুই ছাত্রী তার বরাবরে আবেদন করলে গত ৭ ফেব্রুয়ারি ম্যানেজিং কমিটির সভায় কমিটির সদস্য মাইন উদ্দিন ভূঞাকে সভাপতি করে সাত সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে দেন। কমিটিকে সাত দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য নির্দেশ দেন। একইসঙ্গে সহিদ উল্যাকে সরিয়ে সিনিয়র শিক্ষক তৌহিদুল ইসলামকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেন। তবে, গতকাল সোমবার পর্যন্ত রিপোর্ট দিতে পারেনি তদন্ত কমিটি। সোনাইমুড়ী থানার ওসি আবদুস সামাদ জানান, সংবাদ পেয়ে অভিযুক্ত শিক্ষককে থানায় খবর দেওয়া হলেও তিনি আসেনি। এ বিষয় জানার জন্য ‘অভিযুক্ত’ শিক্ষক সহিদ উল্যার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close